শিরোনাম
ভেতর জুড়ে দ্রোহের আগুন
প্রকাশ : ১২ মার্চ ২০২০, ০৯:১৮
ভেতর জুড়ে দ্রোহের আগুন
জয়দেব নন্দী
প্রিন্ট অ-অ+

ভেতর জুড়ে দ্রোহের আগুন;
রোদজ্বলা ফুল, বিষণ্ণতার ছায়াপথ
সকল স্রোতের রেখায় -
আত্মদগ্ধ নদী, বুনো হাওয়ার ঢেউ।


মানুষ পুড়েছে, মানুষ মরেছে;
মানুষের পায়ে মানুষের ছায়া
আর কতোটা পাপ করলে
'মানুষ' প্রকৃত মানুষ হবে?


তবুও 'মানুষ' লেখে; মানুষকে মাড়িয়ে
অমানুষের জীবন-পদ্য,
তবুও 'মানুষ' ছাপে; মানুষকে দলিয়া
অমানুষের নষ্ট-গদ্য।


তবু মাঝি শক্ত হাতে;
ধরে আছে হাল,
বেহাল বিকাল সকাল হবে;
দূর ক্রান্তিকাল।


এ কাল-নদী পেরুলেই স্বপ্নপূরণ-দিন;
প্রজাপতি-বন, উদাসী বাউল সুর,
পেট পুরে ভাত খাওয়া, আর-
শান্তির সুখ-পুকুর।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com