শিরোনাম
বই মেলায় বঙ্গবন্ধুর ‘আমার দেখা নয়া চীন’ বিক্রির ধুম
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৩৬
বই মেলায় বঙ্গবন্ধুর ‘আমার দেখা নয়া চীন’ বিক্রির ধুম
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

অমর একুশে গ্রন্থমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ১৯৫৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘আমার দেখা নয়া চীন’ বইটি। মেলা প্রাঙ্গণে আসতে না আসতেই বিক্রি হয়ে গেছে প্রথম সংস্করণ। মেলার প্রথমদিন থেকেই পাঠকদের দৃষ্টি আকর্ষণ করে বইটি। বিক্রিও হয়েছে অনেক।


জানা গেছে, মেলার প্রথম ১০ দিনেই প্রায় ২০ হাজার কপি বই বিক্রি হয়েছে।


মেলা প্রাঙ্গণে বাংলা একাডেমির স্টলের এক কর্মী বলেন, মেলার শুরু থেকেই ‘আমার দেখা নয়া চীন’ বইয়ের প্রতি পাঠকদের অন্যরকম আগ্রহ দেখা যাচ্ছে। প্রথম দশ দিনে প্রায় ২০ হাজার বই বিক্রি হয়েছে। আমি যতটুকু জানি এবার বইটি ১ লাখ ২০ হাজার কপি বিক্রির একটি টার্গেট নেয়া হয়েছে।


প্রসঙ্গত, একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘আমার দেখা নয়া চীন’ বইটির মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


বইটিতে বঙ্গবন্ধু কখনো পর্যটক, কখনো সমালোচক আবার কখনো লেখক হিসেবে ভালো কিছুর প্রশংসা করেছেন। এছাড়া সদ্যস্বাধীন নতুন চীনের আর্থসামাজিক অবস্থা এবং সেখানকার মানুষের জীবনযাত্রার কথাও বইটিতে উঠে এসেছে।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com