শিরোনাম
মেলায় লোকমান তাজের উপন্যাস ‘ভাঙনের ডাক’
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৪৩
মেলায় লোকমান তাজের উপন্যাস ‘ভাঙনের ডাক’
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

অমর একুশে গ্রন্থমেলায় পাওয়া যাচ্ছে লোকমান তাজের দ্বিতীয় উপন্যাস ‘ভাঙনের ডাক’। অনুপ্রাণন প্রকাশন থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ করেছেন মেহেদী হাসান বাপ্পী।


উপন্যাসটির দাম রাখা হয়েছে ১৬০ টাকা। মেলার সোহরাওয়ার্দী উদ্যানে অনুপ্রাণন প্রকাশনের ২৩১-২৩২ নম্বর স্টল থেকে ২৫% ছাড়ে বইটি সংগ্রহ করা যাবে।


‘ভাঙনের ডাক’ উপন্যাসে পদ্মা নদী ভাঙনের একটা সচিত্র ছড়িয়ে রয়েছে। এর মধ্যে আবেগ, কৌতূহল, স্বপ্ন আকস্মিকতা উৎকণ্ঠা বজায় রয়েছে। যা পাঠক সাধারণের মনকে একটা সম্মোহ সীমানায় ধরে রাখতে সক্ষম। তাছাড়া এই উপন্যাসে সমাজ মানসের কিছু বিশ্বস্ত চিত্রগাথা প্রস্ফুটিত হয়েছে। যা শুধু এদেশীয় সংস্কৃতির আদলে গড়ে ওঠেছে। যেমন ভেলা ভাসানি, বৈশাখী মেলা, দকম পাগলের বার্ষিক মেলা, বৃষ্টি প্রার্থনার জন্য মেঘরানী উৎসব।


সেই সাথে ফুটে উঠেছে একটি কৃষক পরিবারের অভাব-অনটন ও প্রকৃতির বৈরিতা। পদ্মার ভাঙন আর ঝড়ে নিঃস্ব হওয়া মানুষের আর্তনাদ, যা পাঠ করে অনাস্বাদিত জগতের উপমিত আস্বাদন করা সম্ভব।


উল্লেখ্য, লেখকের প্রথম বই কিশোর উপন্যাস ‘লাশপুরীর লাশের গল্প’ প্রকাশিত হয় ২০১৮ সালে অনুপ্রাণন প্রকাশন থেকে।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com