শিরোনাম
মিষ্টি দই
রেসিপি
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৫৪
মিষ্টি দই
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

দধি বা দই হল এক ধরনের দুগ্ধজাত খাদ্য যা দুধের ব্যাক্টেরিয়া গাঁজন হতে প্রস্তুত করা হয়। ল্যাক্টোজের গাঁজনের মাধ্যমে ল্যাক্টিক এসিড তৈরি করা হয়, যা দুধের প্রোটিনের ওপর কাজ করে দইয়ের স্বাদ ও এর বৈশিষ্ট্যপূর্ণ গন্ধ প্রদান করে। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় ব্যপক জনপ্রিয় একটি মিষ্টান্ন।


ঘরেই অতি সহজে এই মিষ্টি দই বানাতে পারেন। দেখে নিন কিভাবে এটি তৈরি করা যায়।


উপকরণ


১ লিটার ফার্মফ্রেশ দুধ, মিষ্টি দই / টক দই – ২ টেবিল চামচ, চিনি স্বাদঅনুযায়ী, জাফরান /অরেঞ্জ ফুড কালার।


প্রণালী


৩ টেবিল চামচ ঠাণ্ডা দুধ নিয়ে তাতে কালার মিশিয়ে নিন। দুধ জ্বাল দিয়ে ঘন করে ১/২ লিটার করুন।


এবার জ্বাল দেয়া দুধে অল্প অল্প করে কালার মিশান। সব কালার এক সাথে ঢেলে দিবেন না।


দুধ ফুটতে থাকা অবস্থায় জ্বাল কমিয়ে কালার মিশাবেন। দুধ নামানোর সময় পরিমান মতো চিনি দিয়ে নামিয়ে ফেলুন।


দুধ ঘন হওয়ার পর চিনি দিবেন তানাহলে বেশি মিষ্টি হয়ে যাবে। আর দইয়ে বেশি চিনি দেয়া লাগে না ২-৩ চা চামচ দিলেই হয়ে যায়।


যেকোনো পাত্র ব্যাবহার করতে পারেন তবে মাটির পাত্রই ভাল হয়। পাত্রের গায়ে ভাল করে দইয়ের সাচ/বীজ লাগিয়ে নিন।


দুধ কুসুম গরম থাকতে পাত্রে ঢেলে দিন। এবার মাঝখানে এক চা-চামচ দই ঢেলে চেপ্টা কিছু দিয়ে ঢেকে দিন। দুধ অবশ্যই কুসুম গরম থাকতে হবে।


মোটা কোন কাপড় দিয়ে ভাল করে জড়িয়ে ওভেনে অথবা গরম স্থানে রাখুন।


১০-১২ ঘন্টা পর দই জমাট বেধে যাবে। এবার দই ১-২ ঘন্টা ফ্রিজে রেখে পরিবেশন করুন।


সতর্কতা


নির্দিষ্ট সময়ের আগে কোন ভাবেই দইয়ের পাত্র খুলবেন না তাহলে দই ঠিক ভাবে জমাট বাঁধবে না। ভাল দই তৈরি করতে চাইলে প্রথমেই আপনাকে টাটকা ও ক্রিম যুক্ত দুধ নিতে হবে।


আরেকটি বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে যে দইয়ের সাচ/ বীজ যেন অবশ্যই ভাল হয়। বেশি দিনের পুরানো দইয়ের সাচ দিয়েও ভাল দই হবে না।


সবচেয়ে ভাল ছোট্ট দইয়ের কাপ কিনে টাটকা দই দিয়ে তৈরি করা হলে। আপনি যদি আরো দ্রুত দই জমাট বাধাতে চান তবে ওভেন অথবা রাইসকুকার ব্যাবহার করতে পারেন।


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com