ডিসেম্বরে জন্ম নেয়া শিশুদের বিশেষত্ব
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ১৫:১৯
ডিসেম্বরে জন্ম নেয়া শিশুদের বিশেষত্ব
লাইফস্টাইল ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রতিটি শিশুই জন্মগতভাবে কিছু বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী হয়। তবে ডিসেম্বরে জন্ম নেয়া শিশুদেরও রয়েছে আলাদা কিছু বিশেষত্ব। জ্যোতিষশাস্ত্র বলছে, ডিসেম্বরে জন্ম নেয়া শিশুরা ধনু ও মকর রাশির জাতক-জাতিকা হয়ে থাকে। যেমন: ডিসেম্বরের ১ থেকে ২০ তারিখে জন্ম নিলে ওই শিশুটির রাশি হবে ধনু রাশি। আবার ডিসেম্বরের ২১ থেকে ৩০ তারিখে জন্ম নিলে শিশু হবে মকর রাশির জাতক-জাতিকা।


জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, তাই ডিসেম্বরে জন্ম নেয়া শিশুদের বৈশিষ্ট্য গণনা করতে পারেন জ্যোতিষীরা। আসুন এক নজরে জেনে নিই, ডিসেম্বরে জন্ম নেয়া শিশুদের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে-


১। ডিসেম্বরে জন্ম নেয়া শিশুরা সাধারণত একটু উৎসবমুখর হয়ে থাকে।


২। এরা স্বভাবে খুব হাসিখুশি ও আরামপ্রিয় হয়।


৩। যেহেতু বাংলাদেশে ডিসেম্বরে শীতকাল থাকে তাই এ সময়ে জন্ম নেয়া শিশুরা শারীরিকভাবে বেশ সবল হয় নয়তো দুর্বল। জন্ম নেয়ার পরপরই পরিবর্তিত বৈরী আবহাওয়ার সঙ্গে ডিসেম্বরে জন্ম নেয়া শিশু এ আবহাওয়ায় নিজেকে ভালোভাবে মানিয়ে নিতে পারলে শারীরিকভাবে বেশ সবল হয়। বিপরীতে দুর্বলও হতে দেখা যায় অনেক শিশুকে।


৪। জ্যোতিষশাস্ত্র বলছে, ডিসেম্বরে জন্ম নেয়া শিশুরা মানসিকভাবে অনেক শক্তিশালী হয়। তাই জীবনে সফলতাও পায় তারা।


৫। ডিসেম্বরে জন্ম নেয়া অনেক শিশুই আছে সেলিব্রেটিদের তালিকায়। যেমন: বলিউড তারকা সালমান খান থেকে অনিল কাপুর, টুইঙ্কল খান্না, তামান্না ভাটিয়া সবারই জন্ম ডিসেম্বরে। ফ্রান্সের রাজা ষষ্ঠ লুই মাদাম তুসো জাদুঘরের প্রতিষ্ঠাতা, মার্কিন গায়িকা ব্রিটনি স্পিয়ার্স, ডাচ রসায়নবিদ ও প্রযুক্তিবিদ নোবেলজয়ী পল জে, জার্মান ফুটবলার নিলস পিটারসেনসহ অনেক তারকারই জন্ম ডিসেম্বরে। তাই ডিসেম্বরে জন্ম নেয়া শিশুদের সৃজনী ও কল্পনাশক্তিও বেশি বলে মনে করছেন জ্যোর্তিষবিদরা।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com