
বাড়ির ব্যালকনির গাছগুলো সারা বছর যত্নআত্তিতে থাকেই। কিন্তু গরমে কিছুটা বাড়তি নজর দেওয়া প্রয়োজন।
অত্যাধিক তাপে গাছের পাতা শুকিয়ে যায়। নিজের হাতে পোঁতা গাছগুলির এমন পরিণতি হোক, তা না চাইলে কী ভাবে নেবেন গাছেদের যত্ন?
১) গরমে গাছে রোজ পানি দেওয়া প্রয়োজন। তবে চড়া রোদ উঠে যাওয়ার পরে কোনও ভাবেই আর গাছে পানি দেবেন না। তখন মাটি বেশ উত্তপ্ত থাকে। পানি দিয়েও লাভ হয় না। তাই যত সম্ভব সকাল সকাল গাছে পানি দিন। অনেকে আবার রাতে গাছে পানি দিয়ে রাখেন। চাইলে সেটাও করতে পারেন।
২) বিকালের দিকে গাছে পানি দেওয়ার আগে মাটিতে হাত দিয়ে পরখ করে নিন গরম কি না। যদি গরম হয়, তা হলে তখনই পানি দেবেন না। মাটি ঠান্ডা হলে তবেই গাছে পানি দিন। না হলে শিকড়ের ক্ষতি হবে। গাছ মারাও যেতে পারে।
৩) গরমে বেশি করে পানি দিলে গাছ ভাল থাকে। এই ধারণা ভ্রান্ত। বেশি পানি দিলে গাছের গোড়া পচে যেতে পারে। সেক্ষেত্রে গরমে মাঝেমাঝে গাছে জল স্প্রে করতে পারেন।
৪) গাছ রোদ আর হাওয়ায় বাঁচে। তবে এই মরসুমে গাছের ছায়া প্রয়োজন। সব সময় রোদে রাখার দরকার নেই। বরং বেশির ভাগ সময়েই চেষ্টা করুন যাতে ছায়া রাখা যায়।
৫) গরমে গাছের পাতায় পোকামাকড়ের দাপট বাড়ে। তাই সার তৈরির সময় খেয়াল রাখতে হবে যাতে, পোকা না ধরে। গাছের গোড়ায় গোলমরিচ গুঁড়ো ছিটিয়ে দিতে পারেন। তা হলে পোকা লাগার ঝুঁকি কমবে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]