
খুব তাড়াতাড়ি ভ্রু'র লোম গজায় না। তাই ঘন ঘন পার্লারে গিয়ে থ্রেডিং করার অভ্যাস নেই। তবে ভ্রু'র তলা দিয়ে ছোট ছোট পাতলা লোম বেরোতে শুরু করলে দেখতে একটু খারাপ লাগে।
কোনও অনুষ্ঠানে যেতে হলে তখন মুশকিলে পড়তে হয়। তখন পার্লারে যাওয়ার সময় না থাকলে কী করবেন?
এই সমস্যা থেকে মুক্তি পেতে ইউটিউব দেখে নিজে নিজে থ্রেডিং করতে শিখেছেন অনেকেই। তবে, সকলেই তো পেশাদার কর্মীদের মতো দক্ষ হাতে থ্রেডিং করতে পারেন না।
কয়েকটি বিষয় জানা থাকলে বাড়িতেই সহজে ভ্রু'র আকার ঠিক করে ফেলা যায়।
ভ্রু যুগলের আকার সুন্দর করতে কী কী লাগবে?
১) টুইজ়ার
২) স্পুলি ব্রাশ
৩) ছোট কাঁচি
৪) আইব্রো পেন্সিল
৫) ছোট আয়না
কীভাবে ভ্রু শেপ করবেন?
১) প্রথমে নিজের মুখের আকারের সঙ্গে কেমন ভ্রু মানানসই হবে, তা বুঝে নিন।
২) মুখের সঙ্গে মানিয়ে ভ্রু'র আকার অনুযায়ী আইব্রো পেন্সিল দিয়ে আউট-লাইন মার্ক করে নিন।
৩) এ বার স্পুলি ব্রাশ দিয়ে ভাল করে রোমগুলিকে আঁচড়ে নিন। উপর দিক থেকে কাঁচি দিয়ে রোম কেটে ছোট করে নিন।
৪) পরের ধাপ হল, টুইজ়ার দিয়ে অতিরিক্ত লোম তুলে ফেলা। ভ্রু আকার অনুযায়ী সাজানো হলে গেলে টুইজ়ার দিয়ে রোম তুলে ফেলার কাজটি সহজ হয়।
৫) ভ্রু'র মাঝে যদি কোনও ফাঁক থাকে, তা হলে আইব্রো পেন্সিলের সাহায্যে সেই শূন্যস্থান ভরে ফেলাই ভাল। তবে, তা করতে হবে খুব সন্তর্পণে। কালচে রং যেন ভ্রু'র সঙ্গে মানানসই হয়।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]