
নতুন করে শুল্ক আরোপ করে ফের বাণিজ্য যুদ্ধের উত্তাপ ছড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (৭ জুলাই) তিনি ১৪টি বাণিজ্যিক অংশীদারের ওপর নতুন করে শুল্ক আরোপ করে চিঠি দিয়েছেন। যার মধ্যে সর্বোচ্চ ৪০ শতাংশ শুল্ক মায়ানমার এবং লাওস পিপলস ডেমোক্রেটিক রিপাবলিকের ওপর আরোপ করা হয়েছে। এই তালিকায় বাংলাদেশও রয়েছে। আগামী ১ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে।
ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি এখনও আলোচনার জন্য উন্মুক্ত। তিনি চুক্তিতে পৌঁছনোর জন্য নমনীয় হতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন।
ট্রাম্প আরও বলেন, ‘আমরা যুক্তরাজ্যের সঙ্গে একটি চুক্তি করেছি, আমরা চীনের সঙ্গে একটি চুক্তি করেছি, আমরা ভারতের সঙ্গে একটি চুক্তি করার কাছাকাছি... আমরা যাদের সঙ্গে দেখা করেছি, আমরা মনে করি না আমরা একটি চুক্তি করতে সক্ষম হব। তাই আমরা কেবল তাদের একটি চিঠি পাঠাচ্ছি।’
ট্রাম্প যেসব দেশের কাছে চিঠি পাঠিয়েছেন—
লাওস- ৪০ শতাংশ শুল্ক
মিয়ানমার- ৪০ শতাংশ শুল্ক
থাইল্যান্ড- ৩৬ শতাংশ শুল্ক
কম্বোডিয়া- ৩৬ শতাংশ শুল্ক
বাংলাদেশ- ৩৫ শতাংশ শুল্ক
সার্বিয়া- ৩৫ শতাংশ শুল্ক
ইন্দোনেশিয়া- ৩২ শতাংশ শুল্ক
দক্ষিণ আফ্রিকা- ৩০ শতাংশ শুল্ক
বসনিয়া ও হার্জেগোভিনা- ৩০ শতাংশ শুল্ক
মালয়েশিয়া- ২৫ শতাংশ শুল্ক
তিউনিসিয়া- ২৫ শতাংশ শুল্ক
জাপান- ২৫ শতাংশ শুল্ক
দক্ষিণ কোরিয়া- ২৫ শতাংশ শুল্ক
কাজাখস্তান- ২৫ শতাংশ শুল্ক
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]