
ফেনীতে গত ২৪ ঘণ্টায় ২৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চলতি মৌসুমে জেলায় এটি সর্বোচ্চ বৃষ্টিপাত।
মঙ্গলবার (৮ জুলাই) সকালে জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এতে শহর ও আশপাশের এলাকাগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছে সব শ্রেণী-পেশার মানুষ।
টানা বর্ষণে ফেনী শহরের শহীদ শহিদুল্লাহ কায়সার সড়ক, পুরাতন রেজিস্ট্রি অফিস, রামপুর, পাঠানবাড়ি, একাডেমি, নাজির রোড, বনানি পাড়া, ডাক্তার পাড়া, সহদেবপুর ও পেট্রোবাংলাসহ বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে। সকাল থেকে সড়কে যান চলাচলে দুর্ভোগের পাশাপাশি যাতায়াতে চরম দুর্ভোগে পড়েন শহরবাসী।
ফেনী সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে আসা ডিগ্রি ফাইনাল বর্ষের শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েছেন। ভিজে-ভিজে পরীক্ষার হলে ঢুকেছেন, অনেকে নির্দিষ্ট সময়ে আসতে পারেনি।
পাড়ানবাড়ি এলাকার বাসিন্দা আবদুর রহিম জানান, পাড়ানবাড়ি রোড এলাকার বেশিরভাগ বাড়ির নিচতলা, সড়ক ও মাঠঘাট পানিতে ডুবে গেছে। পৌরসভার খাল দখল ও ড্রেনেজ ব্যবস্থাকে দুষলেন তিনি।
অপরদিকে, রাতে ভারী বৃষ্টিতে ফেনীর ফুলগাজী উপজেলা সদরের শ্রীপুর রোডে মুহুরি নদীর বাঁধ ভেঙে কয়েকটি দোকান ধসে পড়েছে। বর্তমানে নিলক্ষ্মী-গাবতলা সড়কে বন্ধ রয়েছে যানচলাচল।
মুহুরি নদীর পানি এখনো বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আবুল কাশেম। তিনি বলেন, উজানে ভারী বৃষ্টি হলে নদীর পানি বাড়বে।
ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, ফেনীতে টানা দুই দিন ধরে মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ২৪ঘণ্টায় সর্বোচ্চ ২৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা চলতি মৌসুমে সর্বোচ্চ। আগামী ২-৩ দিন জেলাজুড়ে বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানান এ তিনি।
বিবার্তা/মনির/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]