সেলফি তুলতে মেয়েরা মুখ বাঁকা করে কেন
প্রকাশ : ০৩ জুন ২০২৩, ১৮:২৪
সেলফি তুলতে মেয়েরা মুখ বাঁকা করে কেন
লাইফস্টাইল ডেস্ক
প্রিন্ট অ-অ+

সেলফি তোলা যেন এখন আমাদের নেশা। অনেকে নানান স্টাইলে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করে। ঠোঁটকে সূচালো করে এই বিশেষ মুখভঙ্গী কি সামাজিক বিদ্রোহ, তার গভীরে কি থেকে সমাজ, সংসার ইত্যাদি প্রতিষ্ঠানকে ভেংচি? নাকি এর কোনওটাই নয়!


এই বিশেষ মুখভঙ্গিটির নাম ‘পাউট’। মেরিয়াম-ওয়েবস্টার ডিকশনারি জানাচ্ছে, এর অর্থ— ‘to show displeasure by thrusting out the lips’। কিন্তু সেলফি তুলতে গেলে কেন এমন মুখভঙ্গি করতে হচ্ছে মেয়েদের, সেটা ভাবার বিষয়। কী এমন ডিসপ্লেজার বা অসন্তোষের কাণ্ড ঘটল যে, ‘নিজস্বী’ তুলতে গেলেই এই ছুঁচোমুখ?


একাধিক লাইফস্টাইল-সংক্রান্ত ওয়েবসাইট জানাচ্ছে, এর পিছনে নাকি কাজ করছে যৌন আবেদন তৈরির অভিপ্রায়। এই সূচালো মুখভঙ্গি চুম্বনের এক মহড়া বলে মনে হতেই পারে। এর এইখান থেকেই জন্ম নিতে পারে ফ্যান্টাসি। কারণ, পাউট-কারীর ঠোঁট এই ভঙ্গিমায় পূর্ণরূপে দৃশ্যমান হয়।


আবার এক্ষেত্রে হনুর হাড় ও চোয়াল স্পষ্ট ভাবে দেখা যায় বলে অনেকে এই ভঙ্গিমাকে আকর্ষণীয় বলে মনে করেন। কিন্তু মজার ব্যাপার, বিভিন্ন ওয়েবসাইটের করা এক সমীক্ষায় দেখা গিয়েছে, পাউট করা সেলফির মহিলাদের চাইতে পুরুষরা পাউট না-করা মহিলাদের পছন্দ করেছেন ৩৩ শতাংশ বেশি।


কিন্তু এই সব কারণকে ছাপিয়ে গিয়েছে ‘ট্রেন্ড’। বিশেষ করে, টিন এজাররা চেন সিস্টেমে নকল করতে করতে এটাকেই কৌলিক করে তুলেছে। ‘লুকিং হট’-টাই এখানে ম্যাটার। আর ‘হট’ মানে যে ‘কুল’, সেটাও বটে। তাই ‘লুকিং কু-উ-উ-উ-ল’ বোঝাতেও ছুঁচোমুখ। এগোলেও কাটে, পিছোলেও কাটে। শাঁখের করাত।


বিবার্তা/লিমন/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com