
ভ্যাপসা গরমের এ সময়ে সুতি কাপড়ের মত আরাম আর কোন কাপড়ে নেই। অফিস পার্টি হোক কিংবা কোনও অনুষ্ঠানে দাওয়াত, সুতির কাপড়ের জামাতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন অনেকেই। বাটিক, বাঁধনি কিংবা মলমল— গরমের ফ্যাশনে বিকল্পের শেষ নেই।
তবে ঠিক মতো যত্ন না নিলে শখের কেনা জামাটারও রং হয়ে যেতে পারে ফ্যাকাশে। আবার অনেক সময় বার বার ধোয়াতে কিছুদিনেই পুরোনো লাগে দেখতে।
তাহলে কীভাবে নেবেন সুতির পোশাকের যত্ন? নিচে দেয়া হল কিছু উপায়।
১) সুতির পোশাক ধোয়ার সময়ে বিশেষ সতর্ক থাকতে হবে। তরল সাবানে ধুতে পারলে খুব ভাল। অনেকের অভ্যাস গরম পানিতে কিছুক্ষণ জামাকাপড় ভিজিয়ে রেখে তার পর ধোয়ার। সুতির কাপড় কিন্তু কখনোই গরম পানিতে ভিজিয়ে রাখবেন না। রং চটে যেতে পারে।
২) সুতির কাপড় যদি ওয়াশিং মেশিনে ধুতে চান, তা হলে সাবানের সঙ্গে এক কাপ ভিনেগার মিশিয়ে নিন। এতে সুতির কাপড়ের উজ্জ্বলতা নষ্ট হবে না। জামাকাপড়ে সুগন্ধও আসবে।
৩) চড়া রোদে সুতির কাপড় কখনওই মেলবেন না। এতে জামাকাপড়ের রং ফ্যাকাশে হয়ে যেতে পারে। সুতির কাপড় শুকোতে খুব বেশি সময় লাগে না। তাই জামাকাপড়ের রং টিকিয়ে রাখতে পড়ন্ত রোদে কিংবা ছায়া আছে এমন জায়গায় কাপড় মেলে দিন।
৪) অনেক সুতির কাপড় প্রথম বার ধোয়ার সময়ে রং ছাড়ে। এ ক্ষেত্রে সুতির কাপড় প্রথম বার ধোয়ার সময়ে লবণ পানিতে কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। তারপর সাবান পানিতে ধুয়ে নিন। এতে কাপড়ের রং টেকসই হবে।
৫) সুতির পোশাক কাচার সময় পোশাকগুলি উল্টো করে তার পর সাবান পানিতে ধুতে পারলে ভাল। এই পদ্ধতি মেনে চললে দীর্ঘ দিন টিকে থাকবে জামাকাপড়ের রং।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]