শিরোনাম
থাইরয়েড নিয়ে কোন কোন উপসর্গে চাই সতর্কতা
প্রকাশ : ০১ জুন ২০২৩, ০৯:৪৮
থাইরয়েড নিয়ে কোন কোন উপসর্গে চাই সতর্কতা
লাইফস্টাইল ডেস্ক
প্রিন্ট অ-অ+

অল্পতেই ক্লান্ত হয়ে পড়ছেন? 


যতই সচেতন থাকুন না কেন, ওজন কিছুতেই নিয়ন্ত্রণে থাকছে না? 


ভালমন্দ না খেয়েও বেড়ে যাচ্ছে ওজন?


চুল ঝরছে অকালে, ত্বক হয়ে উঠছে জৌলুসহীন?



কর্মব্যস্ত জীবনে ছোটখাটো এই শারীরিক সমস্যাগুলি আমরা প্রায়ই অবহেলা করি। অথচ এই উপর্গগুলির পিছনে লুকিয়ে থাকতে পারে থাইরয়েডের চোখরাঙানি। 



যারা দীর্ঘ দিন ধরে থাইরয়েডের সমস্যায় ভুগছেন, তাঁদের কিন্তু টিউমারের বিষয় সতর্ক থাকতে হবে। থাইরয়েড গ্রন্থিতে টিউমার হওয়ার ঝুঁকি অনেক বেশি। এই টিউমারগুলিরতে কিন্তু ক্যানসার কোষ তৈরি হওয়ার ঝুঁকিও এ়ড়িয়ে যাওয়া যায় না। এই ধরনের ক্যানসারকে বলা হয় থাইরয়েড ক্যানসার।


থাইরয়েড ক্যানসার খুবই বিরল। ঘন ঘন মলত্যাগ এই ক্যানসারের উপসর্গ হতে পারে। ক্যালসিটোনিন হরমোনের অধিক ক্ষরণের কারণে এমনটা হতে পারে। এই হরমোনের অধিক ক্ষরণ থাইরয়েড ক্যানসারের উপসর্গ হতে পারে। এই হরমোনের ক্ষরণে পাচনক্রিয়া দ্রুত হয়, ফলে ঘন ঘন শৌচালয়ে যাওয়ার প্রয়োজন পড়ে। 


আর কোন কোন উপসর্গ দেখলে সতর্ক হবেন?


১) ঘাড়ের সামনের দিকে কিংবা নীচের দিকে মাংসল পিণ্ড দেখা দিতে পারে।


২) সেই মাংসল পিণ্ডে কোনও ব্যথা থাকবে না, ধীরে ধীরে আকারে বাড়তে থাকবে।


৩) গলা সব সময় ধরে থাকবে।


৪) গলার স্বরে পরিবর্তন আসতে পারে।


৫) শ্বাস নিতে কিংবা খাবার গিলতে অসুবিধা হতে পারে।


৬) খুসখুসে কাশি হতে পারে।


৭) কোনও কারণ ছাড়াই ওজন কমে যাওয়ার আশঙ্কা থাকে।

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com