কম্পিউটারের পর্দা থেকে চোখ সরালেই ব্যথা, কী করলে মুক্তি?
প্রকাশ : ৩০ মে ২০২৩, ০৯:৩৩
কম্পিউটারের পর্দা থেকে চোখ সরালেই ব্যথা, কী করলে মুক্তি?
লাইফস্টাইল ডেস্ক
প্রিন্ট অ-অ+

আধুনিক জীবনে কম্পিউটারকে অস্বীকার করে জীবন চালানোর কোনো উপায় নেই। আর মোবাইল ফোন যেন নিত্যসঙ্গী। গোটা একটা দিনের অধিকাংশই কেটে যায় কম্পিউটার আর ফোনে চোখ রেখে। 


সকলেই যে নিজের ইচ্ছেতে এমনটা করছেন, তা নয়। অনেকেই বাধ্য হচ্ছেন। কারণ, বেশির ভাগেরই কাজের মাধ্যম হল কম্পিউটার বা ল্যাপটপ এবং ফোন। 


এদিকে, অনেকেরই একটানা কম্পিউটারের পর্দায় তাকিয়ে চোখ থেকে জল পড়া, ড্রাই আইজ়, চোখের পাতায় ব্যথা হওয়া অস্বাভাবিক নয়। 


তবে চিকিৎসকেরা বলছেন, এই সমস্যা থেকে মুক্তি পেতে নিয়মিত চোখের ব্যায়াম করতে হবে। 


চোখের পেশি মজবুত করতে এবং সেই সংক্রান্ত সমস্যা দূর করতে কী ধরনের ব্যায়াম করা যেতে পারে?


১) প্রায় ১০-১৫ মিনিট দু’হাতের তালু একটির সঙ্গে অপরটি ঘষে নিন। ঘর্ষণের ফলে হাতের তালুতে যে তাপ উৎপন্ন হবে, চোখ বন্ধ করে হাতদু’টি চোখের উপরে রাখুন। চাপ দেবেন না। হালকা হতে তাপ দিন চোখে। দিনে ৩-৪ বার এটি করতে পারেন। চোখ ভাল থাকবে।


২) প্রতি ৩-৪ সেকেন্ড পর পর চোখের পাতা ফেলা, চোখের অনেক সমস্যা থেকে মুক্তি দেয়। বিশেষ করে এক ভাবে কম্পিউটারের দিকে তাকিয়ে থাকলে মাঝেমাঝে চোখের এই ব্যায়ামটি করে নেওয়া ভাল। টানা ১ মিনিট ঘন ঘন চোখের পাতা ফেলাও খুব উপকারী একটি অনুশীলন।


৩) গোল করে চোখের মণি ঘোরানোও চোখ ভাল রাখার জন্য বেশ কার্যকর একটি ব্যায়াম। ঘড়ির কাঁটার অভিমুখে এবং ঘড়ির কাঁটার বিপরীতে ৪ বার করে মণি ঘোরান। তার পর চোখ বন্ধ করে রাখুন ২-৩ সেকেন্ড মতো। দিনে ২ বার করে এই ব্যায়ামটি করুন। চোখের পেশি ভাল থাকবে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com