
মে মাসের দ্বিতীয় রবিবার মা দিবস। বছর ঘুরে আবার এলো দিনটি। মায়েদের জন্য এই দিনটি অবশ্যই বিশেষত্ব বহন করে। আবার সন্তানরাও চায় এই দিনে মাকে আনন্দ, ভালোবাসা কিংবা উপহার দিতে। মাকে কিছু উপহার দেওয়ার মধ্যে যে আনন্দ, তার বোধ হয় তুলনা চলে না।
মাকে কী উপহার দেয়া যায়, তা নিয়ে অনেকেই চিন্তা করছেন। আপনি ঘরে বসেই মাকে চমকে দিতে পারেন। তৈরি করতে পারেন বিশেষ কোনো উপহার। এমনকি মায়ের থেকে দূরে অবস্থান করলেও তা সম্ভব। চলুন জেনে নেয়া যাক-
কেক : কেক যেকোনো উদযাপনেই আলাদা সৌন্দর্য নিয়ে আসে। এই মা দিবসে নিজ হাতে মায়ের জন্য কেক বেক করুন। সামান্য যে ২-৩টি উপকরণ কেক বানাতে লাগে, তা লকডাউনের বাজারে পেতে আপনাকে খুব একটা সমস্যায় পড়তে হবে না। ছোট কাপ বা কফি মাগে বানাতে পারেন বিভিন্ন স্বাদের রকমারি কেকও।
মায়ের পছন্দের খাবার : মা দিবসের বিশেষ দিনটিতে মাকে সম্পূর্ণ ছুটি দিন। আর নিজে রাঁধুন তার পছন্দের খাবারগুলো।
চকোলেট ও বিশেষ বার্তা : খুব ভালো উপহার হয়ে উঠতে পারে আপনার নিজের হাতে তৈরি করা মায়ের জন্য কোনো গ্রিটিংস কার্ড বা বিশেষ বার্তা। সেই কার্ডে মায়ের জন্য বিশেষ কোনো কবিতা বা লাইন লিখতে পারেন, যা আপনার মায়ের মনকে আনন্দে ভরিয়ে দেবে। মায়ের শোয়ার টেবিলের কাছে সেই কার্ড আর পাশে চকোলেট রেখে দিতে পারেন। যাতে ঘুম থেকে উঠেই সন্তানের ভালোবাসায় তার খুব সুন্দরভাবে দিনটি শুরু হয়।
ডিজিটাল উপহার : মাকে নিয়ে সিনেমা দেখতে যাওয়ার উপায় এখন নেই। কাজেই ডিজিটাল প্ল্যাটফর্মই এখন অসয়মের সাথী। কোনো বিশেষ সাইট সাবস্ক্রাইব করে মাকে উপহার দিতে পারেন এই বিশেষ দিনে। অথবা কোনো ই-বুক বা অডিও বুক সাবস্ক্রাইব করেও উপহার দিতে পারেন।
বিশেষ ভিডিও : মায়ের আর আপনার বিভিন্ন মুহূর্তের ছবি নিয়ে মোবাইলে একটি ভিডিও তৈরি করে মাকে উপহার দিতে পারেন। সেই ভিডিওতে লিখে দিন মায়ের মন আনন্দে ভরিয়ে দেয়ার মতো কয়েকটা লাইন।
ফুল : ভালোবাসা প্রকাশের জন্য ফুলের চেয়ে ভালো উপহার হতে পারে না। সাতসকালে ঘুম থেকে উঠে মায়ের হাতে তুলে দিতে পারেন একগুচ্ছ ফুল। মা দিবস উপলক্ষে ফুলের সঙ্গে ছোট্ট একটা চিরকুটও থাকতে পারে। সেখানে লিখতে পারেন মায়ের প্রতি ভালোবাসার কথা।
ছবির ফ্রেম : মায়ের জীবনের স্মরণীয় মুহূর্ত কিংবা গুরুত্বপূর্ণ দিনের ছবিগুলো দিয়ে তৈরি করতে পারেন একটা ছবির অ্যালবাম। পুরোনো ছবি ফিরিয়ে আনে সোনালি সময়। পরিবারের সঙ্গে কাটানো দিনের কথা মনে পড়লে অজান্তেই মুখে হাসি ফুটে ওঠে।
ঘুরতে যান : অনেকের কাছে ঘুরতে বের হওয়া শুধু বন্ধুবান্ধব আর ভালোবাসার মানুষের জন্যই বরাদ্দ থাকে। মা দিবসে নাহয় বদলে যাক ঘুরতে যাওয়ার সংজ্ঞা। মাকে নিয়ে চলে যান কোনো একটা সুন্দর জায়গায়। প্রকৃতির কাছাকাছি হলে সবচেয়ে ভালো। তারপর একটা রেস্তোরাঁয় বসে অর্ডার করতে পারেন মায়ের পছন্দের খাবার। ঘরে ফেরার পথে মাকে কিনে দিতে পারেন তাঁর প্রিয় ফুল।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]