শিরোনাম
ডিভাইস নিয়ে থাকছে শিশু, কী করবেন মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে?
প্রকাশ : ২১ মার্চ ২০২৩, ১০:১৩
ডিভাইস নিয়ে থাকছে শিশু, কী করবেন মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে?
লাইফস্টাইল ডেস্ক
প্রিন্ট অ-অ+

সারাক্ষণ ডিভাইস অর্থাৎ মোবাইল বা কম্পিউটারের মধ্যে ডুবে থাকলে মানসিক স্বাস্থ্যের ক্ষয় হয়। পাশাপাশি অল্প বয়সে সাইবার অপরাধ বা হেনস্থার শিকার হলেও নিজেকে শেষ করা দেওয়ার প্রবণতা দেখা দিতেই পারে।


আমেরিকার গবেষক জ্যাসন নাগাটা বলেন, “স্ক্রিন টাইম কমিয়ে, শিশুদের শারীরিক ভাবে সক্রিয় করে তুলতে পারলে এই সমস্যার সমাধান হতে পারে। পাশাপাশি পর্যাপ্ত ঘুম এবং সকলের সঙ্গে মেলামেশা করাও সমান গুরুত্বপূর্ণ।” 


জ্যাসন জানান, সারাক্ষণ মোবাইল বা কম্পিউটারের মধ্যে ডুবে থাকলে মানসিক স্বাস্থ্যের ক্ষয় হয়। পাশাপাশি অল্প বয়সে সাইবার অপরাধ বা হেনস্থার শিকার হলেও নিজেকে শেষ করা দেওয়ার প্রবণতা দেখা দিতেই পারে। 


তাঁর মতে, এই সমস্যা থেকে মুক্তি পেতে অভিভাবকদের সচেতন থাকতে হবে। তাদের সঙ্গে বন্ধুর মতো মিশতে হবে। কারণ, ভয় পেলে শিশুরা তাদের মনের কথা সহজ ভাবে কথা বলতে পারবে না। তাই শিশুদের সঙ্গে কথা বলে তাদের মনের মধ্যে কী চলছে, তা বোঝার চেষ্টা করা উচিত।


বিবার্তা/এসবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com