পায়ের পাতায় কালচে ছোপ? বাড়িতে তৈরি স্ক্রাবেই সমাধান
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৩, ১০:২১
পায়ের পাতায় কালচে ছোপ? বাড়িতে তৈরি স্ক্রাবেই সমাধান
লাইফস্টাইল ডেস্ক
প্রিন্ট অ-অ+

বসন্ত চলে এসেছে প্রায়, শীতও চলে যাচ্ছে। এখন বাতাস আর আবহাওয়ায় ঠান্ডা ভাব, আর সাথে রয়েছে মিঠে রোদের আমেজ। এই রোদ গায়ে মাখতে গিয়ে হাত-পায়ের ত্বকও পুড়ে যেতে পারে কিছুটা হলেও। 


মুখ, ঘাড়, হাত থেকে রোদে পোড়া দাগ ছোপ তুলতে আমরা যতটা তৎপর, ততটা পায়ের ক্ষেত্রে নই। কারণ, বেশির ভাগ সময়েই পা দু’টি লোকচক্ষুর আড়ালে থাকে। 


কিন্তু এই ভাবে পায়ের দাগ-ছোপকে অবহেলা করলে একটা সময় পর তা তোলা খুব কষ্টকর হয়ে যায়। পার্লারে গিয়ে রাসায়নিক প্রসাধনী ব্যবহার করা ছাড়া আর কোনও উপায় থাকে না। 


তবে পার্লারে যাওয়ার আগে নিয়মিত যদি কয়েকটি স্ক্রাব ব্যবহার করা যায়, তবে পায়ের দাগ নিয়ে বাড়ি মাথায় তোলার কোনও অবকাশই থাকে না।


পায়ের ত্বকের ধরন বুঝে কী কী দিয়ে বানাতে পারেন স্ক্রাব?


১) কমলালেবুর খোসার স্ক্রাব


২ চামচ কমলালেবুর খোসা গুঁড়ো, ১ চা চামচ সামুদ্রিক নুন, নারকেল তেলের সঙ্গে ভাল করে মিশিয়ে পায়ে মেখে রাখুন। এ বার ভাল করে ঘষতে থাকুন যত ক্ষণ না নুন মিশে যায়। তার পর হালকা গরম জলে পা ধুয়ে নিলেই হবে।


২) কফি স্ক্রাব


সারা শীতকাল জুড়েই কফি খেয়েছেন। সেই কফি দিয়েই বানিয়ে নিতে পারেন এই স্ক্রাব। ১ চামচ কফি, ২ চামচ নারকেল তেল, আধ চামচ চিনি এবং কয়েক ফোঁটা লেবুর রস। এই সব ক’টি মিশ্রণ ভাল করে মিশিয়ে নিয়ে স্নানের আগে মেখে নিন। কিছু ক্ষণ রেখে ঘষে তুলে ফেলুন।


৩) পাকা পেঁপের স্ক্রাব


পাকা পেঁপের ‘এনজাইম’টির মধ্যে রয়েছে প্রাকৃতিক ব্লিচ। যা ত্বকের যে কোনও দাগ ছোপ তুলে ফেলতে সাহায্য করে। রোদে পোড়া পায়ের জন্য লাগবে পাকা পেঁপে এবং মধু। এই দু’টি জিনিস একসঙ্গে মিশিয়ে, মিনিট দশেক পায়ের পাতায় রাখলেই দাগ ছোপ উধাও হয়ে যাবে।


৪) কলা এবং মধুর স্ক্রাব


একটি পাকা কলার সঙ্গে এক চামচ মধু ভাল করে মিশিয়ে নিয়ে পায়ে মেখে ফেলুন। মিনিট ১৫ রেখে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। গোড়ালির দিক যদি অসম্ভব খসখসে হয় সে ক্ষেত্রে কলার খোসা দিয়ে পা ঘষতে পারেন।


৫) সানস্ক্রিন


রোদ কি শুধু মুখে আর হাতেই লাগে? পা থকে জুতো খোলার সময় খেয়াল করে দেখবেন, যেটুকু খোলা অংশ থাকে সেটুকুই রোদে পুড়ে যায় এবং জুতোর নকশার মতো ছাপ পড়ে যায়। তাই রোদ থেকে পা জোড়াকেও বাঁচাতে হবে। তার জন্য মুখ, হাতের সঙ্গে ভাল মানের সানস্ক্রিন মাখতে হবে পায়েও।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com