
স্বাস্থ্যকর, সুন্দর ও সিল্কি চুলের জন্য অনেকেই শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করেন। কন্ডিশনার মূলত চুলের আগার যত্ন নেয়। সঠিক উপায়ে কন্ডিশনার ব্যবহার না করলে তা অতিরিক্ত চুল ঝরার কারণ হয়ে দাঁড়ায়। কন্ডিশনার চুলের গোড়ায় লাগানোর ভুলেই এই সমস্যা বেশি দেখা যায়। প্রশ্ন হচ্ছে, কখন আপনি কন্ডিশনার ব্যবহার করবেন- শ্যাম্পু করার আগে নাকি পরে?
চুলের হারিয়ে যাওয়া পুষ্টিগুণ ফিরে পেতে কন্ডিশনিং হল অব্যর্থ উপায়। রোজের ব্যস্ততায় নিয়ম মেনে সব সময় কন্ডিশনার ব্যবহার করা হয় না।
অনেকেরই মনে হয়, ভেজা চুলে ক্রিম লাগিয়ে কয়েক মিনিট রেখে ধুয়ে ফেললেই কাজ হয়ে গেল। কন্ডিশনারের ব্যবহার কিন্তু এত সহজ নয়। শ্যাম্পুর পরে কন্ডিশনারের ব্যবহার সবচেয়ে ভাল, তেমনটাই মনে করেন অনেকে। ভুল কিছু নয়।
তবে এর উল্টো পথেও ব্যবহার করা যায় কন্ডিশনার। অনেক ক্ষেত্রে শ্যাম্পুর পরে কন্ডিশনার লাগালে তা চুলে থেকে যায়। তাই শ্যাম্পু করার আগে কন্ডিশনার লাগিয়ে নিলে চুলের ঘনত্ব বাড়ে।
রোজ রোজ শ্যাম্পু করলে অনেক সময়ই চুলের আগা ভেঙে যায়। কিন্তু তার জন্য কন্ডিশনারের ব্যবহার বন্ধ রাখার যুক্তি নেই। শ্যাম্পু না করেও তাই দিব্যি চুলে কন্ডিশনার ব্যবহার করা যায়।চুলে রং করালে একটু বাড়তি যত্ন প্রয়োজন। তাই এ ক্ষেত্রে জরুরি ‘ডিপ কন্ডিশনিং’।
রং করানোর পর মাস্ক লাগালে রঙের স্থায়িত্ব বাড়ে। আর মাথার ত্বকের কিউটিকলও সুরক্ষিত থাকে।
যেভাবে ব্যবহার করবেন
শ্যাম্পু করার আগে চুল সামান্য ভিজিয়ে কন্ডিশনার ব্যবহার করুন। শুকনো চুলে লাগাবেন না কন্ডিশনার। তিন থেকে পাঁচ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। এতে চুলের অতিরিক্ত তেল দূর হবে। শ্যাম্পুর পর আর কন্ডিশনার ব্যবহারের প্রয়োজন নেই।
জেনে নিন
১) যাদের চুল অতিরিক্ত পাতলা ও তেলতেলে, তাদের জন্য এই পদ্ধতি অধিক কার্যকর।
২) যারা চুলে নিয়মিত কেমিক্যাল যেমন জেল, হেয়ার স্প্রে ব্যবহার করেন, তারাও এই পদ্ধতিতে শ্যাম্পু করতে পারেন।
৩) চুল খুব ঘন ও শুষ্ক যাদের, তারা শ্যাম্পুর পরেই কন্ডিশনার ব্যবহার করুন।
৪) চুল মাত্রাতিরিক্ত শুষ্ক হলে শ্যাম্পুর আগে একবার ও পরে একবার কন্ডিশনার ব্যবহার করুন।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]