ক্যানসারের অচেনা অথচ সাধারণ লক্ষণ, না বুঝে এড়িয়ে যাচ্ছেন কি?
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৩, ১১:২৬
ক্যানসারের অচেনা অথচ সাধারণ লক্ষণ, না বুঝে এড়িয়ে যাচ্ছেন কি?
লাইফস্টাইল ডেস্ক
প্রিন্ট অ-অ+

ক্যান্সার রোগটির কথা শুনলেই আমরা এক ধরনের আতঙ্কে আক্রান্ত হই। মনে করি, বোধ হয় জীবনটা শেষ হয়ে গেল, জীবনের আলো বুঝি নিভে গেল। দেশে প্রতিনিয়ত ক্যান্সার রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। এর পরিসংখ্যান আরও ভয় পাইয়ে দিচ্ছে। তবে ক্যান্সারের চিকিৎসা জটিল হলেও সময়মতো সঠিক চিকিৎসা হলে এবং নিয়মিত চিকিৎসকের ফলোআপে থাকলে সুস্থ হওয়া সম্ভব। শুরুতেই যদি আমরা সতর্ক হই, ক্যান্সার যদি খুব দ্রুত নির্ণয় করা যায়, তাহলে দেখা যায়, তাদের পাঁচ বছরের যে সার্ভাইভাল সেটি অনেক বেশি হয়। শুরুতেই মানুষ চিকিৎসকের কাছে যেতে চান না। এবং তখন যা হয়, দেরিতে রোগ নির্ণয় হয় এবং শেষ দিকে ভালো কিছু হওয়ার থাকে না। মনে রাখতে হবে, হেলথ কেয়ার এবং স্বাস্থ্য সচেতনতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। 



মুখ, গলা বা খাদ্যনালিতে ক্যানসার হলে, তা বুঝতে বেশ অনেকটাই দেরি হয়ে যায়। ক্যানসারের উপসর্গগুলিকে আমরা ছোটখাটো সমস্যা ভেবে এড়িয়ে যাই অনেক সময়ই। কিছু খেতে গেলে কাশি বা হেঁচকি ওঠার মতো উপসর্গও ক্যানসারের লক্ষণ হতে পারে।



ক্যানসার শব্দটি এখন আর অচেনা নয়। তবু কেউ ক্যানসারে আক্রান্ত হয়েছেন শুনলেই কেমন যেন পায়ের তলা থেকে মাটি সরে যায়। সঠিক সময়ে ধরা পড়লে ক্যানসারের মতো দুরারোগ্য ব্যাধিও নিয়ন্ত্রণ করা যায়, তা অনেকেই জানেন। কিন্তু সাধারণ কিছু ক্যানসারের লক্ষণের সঙ্গে আমরা পরিচিত হলেও খাদ্যনালি বা মুখের ভিতরে ক্যানসার হলে, তা বুঝতে বেশ অনেকটাই দেরি হয়ে যায়। খাদ্যনালির ক্যানসার ঠিক কী কারণে হতে পারে সে সম্পর্কে সঠিক কোনও ব্যাখ্যা না পাওয়া গেলেও ধূমপান বা মদ্যপান নিঃসন্দেহে এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।


খাদ্যনালির ক্যানসার সাধারণত দু’প্রকার। এক প্রকার সাধারণত মুখের উপরিভাগে, অর্থাৎ মুখগহ্বর এবং গলা সংলগ্ন অঞ্চলে হয়। আর এক প্রকার ক্যানসার যা সরাসরি খাদ্যনালিকে আক্রান্ত করে। কিছু খেতে গেলে কাশি বা হেঁচকি ওঠার মতো উপসর্গ দ্বিতীয়টির ক্ষেত্রেই বেশি দেখা যায়।


যেসব লক্ষণ দেখলে সতর্ক হবেন:


ক্রমাগত বুকজ্বালা এবং হজমের সমস্যা


বাড়িতে রান্না করা হালকা খাবার খেলেও হজমের সমস্যা লেগেই রয়েছে? তবে এখনই সাবধান হওয়া দরকার। এ ছাড়াও বার বার ঢেকুর ওঠা, বুকে জ্বালা ভাব, পেটে ব্যথার মতো উপসর্গও দেখা দিতে পারে।


অস্বাভাবিক হারে ওজন কমে যাওয়া


হঠাৎ করেই ওজন কমে যাওয়া খাদ্যনালিতে ক্যানসার হওয়ার আরও একটি লক্ষণ হতে পারে। এ ছাড়াও খিদে না পাওয়া, খাবারে অরুচি, খাবারের স্বাদ পাল্টে যাওয়ার মতো লক্ষণ দেখলেও সাবধান হতে হবে।


গলায়, বুকের হাড়ে ব্যথা


খেতে গেলে গলায় ব্যথা লাগা ছাড়াও সারা ক্ষণ বুকের হাড়ে জ্বালা ভাব, বিশেষত গলা এবং বুকের মাঝের হাড়ে ব্যথা হলে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নিন।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com