
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ভারতে পালানোর সময় বিজিবির হাতে আটক আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের বিচারক রিয়াদ হাসান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
৭ অক্টোবর, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে মহেশপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে সোপর্দ করে পুলিশ।
এর আগে, রবিবার রাত ১০ টার দিকে মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন নারায়ণ চন্দ্র চন্দ। খবর পেয়ে খালিশপুর ৫৮ বিজিবি অভিযান চালিয়ে তাকেসহ ৪ জনকে আটক করে। পরে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে রাতেই তাকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়। আইনি প্রক্রিয়া শেষে সোমবার(৭ অক্টোবর) তাকে আদালতে পাঠায় পুলিশ।
উল্লেখ্য, নারায়ণ চন্দ্র চন্দের বিরুদ্ধে ঢাকার পল্টন থানায় হত্যা মামলাসহ খুলনায়ও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]