
২১ বছর আগে রাজধানীর দক্ষিণ পাইকপাড়ায় স্ত্রী নূরুন্নাহার ওরফে শিলাকে হত্যার দায়ে স্বামী মীর আমিনুল ইসলাম ওরফে রিয়াজকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি রিয়াজকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করেন বিচারক।
৪ জুন, মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জেসমিন আরা বেগম এ রায় ঘোষণা করেন। আসামি রিয়াজ পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আব্দুল কাদের পাটোয়ারী এসব তথ্য নিশ্চিত করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০০৩ সালের ১৩ জানুয়ারি মিরপুর দক্ষিণ পাইকপাড়ায় স্ত্রী নূরুন্নাহার ওরফে শিলাকে হত্যা করে লাশ বাসায় রেখে পালিয়ে যান রিয়াজ। পারিবারিক কলহের জেরে তাকে হত্যা করেন রিয়াজ।
পরদিন শিলার বাবা মামলা দায়ের করেন। পরে মামলাটি তদন্ত করে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এরপর মামলাটি ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন ছিল। ২০২২ সালের ২৭ জুলাই মামলাটি বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। মামলার বিচার চলাকালে আদালত ৯ জনের সাক্ষ্য গ্রহণ করেন।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]