রাজধানীর বাড্ডা থানার নাশকতা মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
রবিবার (৩ ডিসেম্বর) তিনি হাইকোর্ট থেকে জামিন পান বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে গত ১৭ অক্টোবর রাতে গুলশানে নিজ বাসা থেকে দুলুকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেয়া হয়। পরদিন ১৮ অক্টোবর নাশকতার অভিযোগে করা মামলায় তাকে আদালতে পাঠানো হয়।
সেদিন জামিনের আবেদন নামঞ্জুর করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]