শিরোনাম
আদালত বর্জনের ঘোষণা বিএনপিপন্থি আইনজীবীদের
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩, ১৬:৩৬
আদালত বর্জনের ঘোষণা বিএনপিপন্থি আইনজীবীদের
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আগামী ১-৭ জানুয়ারি দেশের উচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগসহ সারাদেশের সব (অধস্তন) আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপিপন্থি আইনজীবীরা।


২৭ ডিসেম্বর, বুধবার সুপ্রিম কোর্ট বার ভবনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের মহাসচিব ও বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।


শেখ হাসিনার সরকারের পদত্যাগের দাবির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করবেন বলে জানান তিনি।


ডামি নির্বাচন বর্জন, বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে জনগণের অসহযোগ আন্দোলনের সঙ্গে সংহতি জ্ঞাপন এবং আইনজীবীদের কর্মসূচি ঘোষণা উপলক্ষ্যে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।


তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।


এদিকে, বুধবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে আওয়ামী লীগ। তবে বর্তমান সরকারের অধীন ‘একতরফা নির্বাচন’ ও ক্ষমতাসীনদের নির্বাচনী ইশতেহার জনগণ প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেছে বিএনপি।


বিবার্তা/লিমন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com