শিরোনাম
কুমিল্লায় গ্রেফতার ফয়েজ দুই দিনের রিমান্ড, গ্রেফতার আরো ৩
প্রকাশ : ২০ অক্টোবর ২০২১, ০৯:৪৮
কুমিল্লায় গ্রেফতার ফয়েজ দুই দিনের রিমান্ড, গ্রেফতার আরো ৩
কুমিল্লা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন অবমাননার ঘটনায় ফেসবুক লাইভে উসকানিমূলক বার্তা দিয়ে লাইভ করা মো. ফয়েজ আহমেদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৯ অক্টোবর) কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুসরাত জাহান উর্মি এ আদেশ দেন।


বর্তমানে মামলাটি তদন্ত করছে সিআইডি। জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন দাখিল করা হয়েছিলো। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি আনওয়ারুল আজিম।


তিনি বলেন, আদর্শ সদর উপজেলার রঘুরামপুর গ্রামের মৃত আবদুল করিমের ছেলে মো. ফয়েজকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়েছিলো। তার ৭ দিনের রিমান্ড চাইলে মঙ্গলবার আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।


অন্যদিকে মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনায় আরেক মামলায় মঙ্গলবার অভিযান চালিয়ে আরো তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন নগরীর কাপড়িয়াপট্টি এলাকার মাঈনউদ্দিন, রাশেদ ও এম্বু। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) অমল কৃষ্ণ ধর।


বিবার্তা/এমবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com