শিরোনাম
প্রাথমিক শিক্ষকদের টাইম স্কেলের রিট নিষ্পত্তির নির্দেশ
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২১, ১৯:১৫
প্রাথমিক শিক্ষকদের টাইম স্কেলের রিট নিষ্পত্তির নির্দেশ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

২০১৩-১৪ সালে বেসরকারি থেকে সরকারি হওয়া প্রাথমিক শিক্ষকদের টাইম স্কেলের সুবিধা ফেরত দেয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পরিপত্র নিয়ে করা রিট নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। বুধবার (১৩ জানুয়ারি) এ আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ।


জানা গেছে, জাতীয়করণ করা ৪৮ হাজার ৭২০ জন শিক্ষককে টাইম স্কেলের সুবিধা দেয়া হয়েছিল। গত বছরের ১২ আগস্ট বেসরকারি থেকে সরকারি হওয়া প্রাথমিক শিক্ষকদের টাইম স্কেল-এর সুবিধা ফেরত দেওয়ার বিষয়ে একটি পরিপত্র জারি করে অর্থ মন্ত্রণালয়।


এর বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন সংক্ষুব্ধ শিক্ষকরা। সে সময় পরিপত্র স্থগিত করে রুল জারি করেন হাইকোর্ট বিভাগ। এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ১৩ সেপ্টেম্বর হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত।


এরপর স্থগিতাদেশ তুলে দিতে আপিল বিভাগে আবেদন করে শিক্ষকরা। বুধবার (১৩ জানুয়ারি) তিন সপ্তাহের মধ্যে হাইকোর্ট বিভাগে রিট মামলাটি নিষ্পত্তি করতে বলেছেন আপিল বিভাগ।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com