শিরোনাম
কাবুলে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ বিস্ফোরণ
প্রকাশ : ১৮ আগস্ট ২০১৯, ০৯:০৫
কাবুলে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ বিস্ফোরণ
আফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে হামলার পর পুলিশের তৎপরতা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

আফগানিস্তানের রাজধানী কাবুলের পশ্চিমাঞ্চলে এক বিয়ের অনুষ্ঠানে বিস্ফোরণে কয়েক ডজন মানুষ হতাহত হয়েছেন।


স্থানীয় সময় শনিবার (১৭ আগস্ট) রাত ১০টা ৪০ মিনিটের দিকে শহর-ই-দুবাই ওয়েডিং হলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে দেশটির গণমাধ্যম টোলো নিউজ জানিয়েছে।


একাধিক সূত্র ও প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, বিস্ফোরণের সময় হলটিতে অনেক মানুষ ছিল। তাই হতাহতের সংখ্যা অনেক হতে পারে।


সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট হওয়া ভিডিও ফুটেজে ওয়েডিং হলের বাইরে নারীদের চিৎকার করতে দেখা গেছে। তারা বিস্ফোরণের ঘটনায় তারা হতবাক।


দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নুসরাত রাহিমি যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা এপিকে জানান, বিস্ফোরণের কারণ সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি।


তালেবান এবং ইসলামিক স্টেট গ্রুপের স্থানীয় শাখা রাজধানীতে একাধিক হামলা চালাচ্ছে বলেও উল্লেখ করেন আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র। তবে এ হামলার ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী গ্রুপ দায় স্বীকার করেনি। সূত্র: এপি।


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com