শিরোনাম
ভারতের নতুন সেনাপ্রধান মনোজ মুকুন্দ
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০১৯, ১৬:০৯
ভারতের নতুন সেনাপ্রধান মনোজ মুকুন্দ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের ২৮তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে।মঙ্গলবার (৩১ডিসেম্বর) তিনি বিদায়ী সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।


ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, মনোজ মুকুন্দ নারবানে ৩৭ বছরের চাকরি জীবনে সেনাবাহিনীর একাধিক পদে এবং জম্মু-কাশ্মির, উত্তর-পূর্ব ভারতসহ অনেক জায়গায় দায়িত্ব পালন করেছেন। শুধু তাই নয় জম্মু-কাশ্মিরে রাষ্ট্রীয় রাইফেলস এবং ইস্টার্ন ফ্রন্টের পদাতিক বাহিনীরও দায়িত্ব পালন করেছেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ মুকুন্দ নারবানে।


মনোজ মুকুন্দ শ্রীলঙ্কায় শান্তিরক্ষা বাহিনীর সদস্য ছিলেন এবং তিন বছর মিয়নামারে ভারতীয় দূতাবাসে ভারতীয় প্রতিরক্ষা বিভাগে কর্মরত ছিলেন।


ভারতের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির সাবেক ছাত্র লেফটেন্যান্ট জেনারেল মনোজ মুকুন্দ নারবানে
চাকরি জীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের জন্য ‘সেনা মেডেল’ ‘বিশিষ্ট সেবা মেডেল’ এবং ‘অতি বিশিষ্ট সেবা মেডেল’ পদক লাভ করেন।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com