শিরোনাম
পাকিস্তানে সেনাবিমান বিধ্বস্ত, নিহত ১৭
প্রকাশ : ৩০ জুলাই ২০১৯, ০৯:৪৩
পাকিস্তানে সেনাবিমান বিধ্বস্ত, নিহত ১৭
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাকিস্তানের রাওয়ালপিন্ডি শহরে নির্মাণাধীন এলাকায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে পাঁচ সেনা সদস্যসহ ১৭ জন নিহত হয়েছেন। রাওয়ালপিন্ডি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সেনাবাহিনীর হেডকোয়ার্টার্সের নিকটবর্তী।


মঙ্গলবার (৩০ জুলাই) ভোরে রাওয়ালপিন্ডির মোরা কালু এলাকায় প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয় বলে খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি, রয়টার্স ও পাকিস্তানের ডন।


পাক সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিবৃতিতে বলেছে, বিমান বিধ্বস্তে পাঁচ ক্রু ও ১২ সাধারণ মানুষ নিহত হয়েছেন।


ঘটনাস্থলেই নিহত দুই পাইলট হলেন- লে. কর্নেল সাকিব ও লে. কর্নেল ওয়াসিম। আর তিন ক্রু হলেন- নায়েব সুবেদার আফজাল, হাবিলদার ইবনে আমিন ও হাবিলদার রহমত।


বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আগুন ধরে যায়। এতে আহত আরও ১২ সাধারণ মানুষকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


পাকিস্তানের পত্রিকা দ্য নিউজ একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে, যাতে ভবনটি জ্বলতে দেখা যাচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে বিমান বিধ্বস্তের কারণ জানা যায়নি।


সাধারণ মানুষই শুরুতে উদ্ধার তৎপরতা চালান। পরে তাদের সঙ্গে যুক্ত হন সামরিক বাহিনীর উদ্ধারকর্মীরা। তারা আগুন নেভান এবং আহতদের উদ্ধার করে শহরের হাসপাতালে ভর্তি করেন। সূত্র: এএফপি, ডন।


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com