শিরোনাম
অনলাইন গেম জিততে তরুণের আত্মহত্যা!
প্রকাশ : ২০ জুলাই ২০১৯, ১৭:০৯
অনলাইন গেম জিততে তরুণের আত্মহত্যা!
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

‘সব মা–বাবার কাছে অনুরোধ, সন্তানকে অবাধে মোবাইল দেবেন না। আমি আমার ছেলে হারিয়েছি, আর কোনো মা–বাবার বুক যেন এভাবে খালি না হয়।’


মমতাময়ী মা এমন আর্তনাদ করলেও ভারতের মহারাষ্ট্র প্রদেশের দিবাকর মালি আর ফিরে আসবে না। মোবাইলে ভয়ঙ্কর অনলাইন গেম জিততে শেষ ধাপে এসে আত্মহত্যা করলো ২০ বছরের এই তরুণ।


এ প্রসঙ্গে পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, বুধবার সন্ধ্যায় আত্মহত্যা করার আগে দিবাকর একটি চিরকুট রেখে যায়। যাতে লেখা ছিল, ‘খাঁচায় থাকা ‘‘ব্ল্যাক প্যান্থার’’ এখন মুক্ত। আর কোনো বাধাই তাকে আটকাতে পারবে না। সমাপ্ত।’


তিনি আরো জানান, নিজেকে ‘কালো চিতা’ হিসেবে উল্লেখ করাটা অনলাইন গেমটিতে তার কাজ শেষ হওয়ার ইঙ্গিত দিচ্ছে। ইংরেজি ও মারাঠি ভাষায় হাতে লেখা চিরকুটটিতে একটি কালো চিতাবাঘের ছবিও আঁকা ছিল। ছবির নিচে লেখা, ‘সূর্য আবারও উজ্জ্বলতা ছড়াবে।’


পরিবার এবং প্রতিবেশীদের বরাত দিয়ে পুলিশ বলছে, ব্লু হোয়েলের মতো একটি আত্মঘাতী অনলাইন গেমে আসক্ত ছিল দিবাকর। যার মাধ্যমে ধাপে ধাপে প্ররোচিত করে তাকে আত্মহত্যার দিকে ঠেলে দেয়া হয়। ধারণা করা হচ্ছে, গেমের কোনো ধাপ শেষ করতে গিয়েই তিনি গলায় দড়ি দিয়েছেন।


বিবার্তা/লতিফুর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com