শিরোনাম
চীনে শক্তিশালী ভূমিকম্পে ১২ জনের মৃত্যু
প্রকাশ : ১৮ জুন ২০১৯, ১০:০১
চীনে শক্তিশালী ভূমিকম্পে ১২ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শক্তিশালী দুটি ভূমিকম্পে ১২জনের মৃত্যু ও ১৩৪জন আহত হয়েছে।


দেশটির সিচুয়ান প্রদেশে সোমবার রাতে ৩০ মিনিটের ব্যবধানে এই ভূমিকম্প দুটি আঘাত হানে। এর প্রথমটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ এবং দ্বিতীয়টি মাত্রা ছিল ৫.২।


ভূমিকম্পে ভবনধসের ঘটনা ঘটেছে। আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে কাজ করেছে উদ্ধারকারী দল। ভূমিকম্পে কয়েকটি হাইওয়েতে চিড় ধরেছে।


চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টারের তথ্য অনুযায়ী, সিচুয়ানের ইয়েবিন শহরের বাইরে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। কেন্দ্রস্থলের গভীরতা ১৬ কিলোমিটার।


ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছাকাছি অবস্থিত একটি হোটেল ধসে পড়েছে। এতে হতাহত হওয়ার কোনো খবর এখন পর্যন্ত জানা যায়নি।


মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পের পর আরো কয়েক দফা ভূমিকম্প হয়। এর মধ্যে মঙ্গলবারও ৫.২ দুই মাত্রার ভুমিকম্প অনুভূত হয়েছে।


এর আগে সিচুয়ান প্রদেশে ২০০৮ সালের মে মাসে ৭.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ৭০ হাজার মানুষ মারা যায়। সূত্র: রয়টার্স


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com