শিরোনাম
প্রতারণার দায়ে ইসরাইলি প্রধানমন্ত্রীর স্ত্রীকে জরিমানা
প্রকাশ : ১৬ জুন ২০১৯, ২২:১৯
প্রতারণার দায়ে ইসরাইলি প্রধানমন্ত্রীর স্ত্রীকে জরিমানা
আন্তজাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহুকে সরকারি তহবিল তসরুপের জন্যে দোষী সাব্যস্ত করেছে। তিনি রাষ্ট্রীয় তহবিল থেকে অর্থ নিয়ে ব্যক্তিগত ডিনার পার্টিতে খরচ করেছেন।


দেশটির একটি আদালত রবিবার এ তথ্য জানিয়েছে।


আদালত সারাকে জরিমানা ও ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে। জেরুজালেমের ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আভিতাল চেন এই রায় অনুমোদন করেন।


তার বিরুদ্ধে প্রতারণা ও আস্থা ভঙ্গের অভিযোগ এনে আদালত ১৫ হাজার ডলার জরিমানা করেছে।


আদালত সারার বিরুদ্ধে থাকা এই মামলায় একটি সমঝোতা করেছেন। এর ফলে রাষ্ট্রকে ১২ হাজার ৪৯০ ডলার পরিশোধ করবেন সারা এবং জরিমানা হিসেবে দেবেন ২ হাজার ৭৭৭ ডলার।


তবে সারার মামলায় জরিমানার হার কমানো হলেও তার বিরুদ্ধে অপরাধ বিষয়ক তথ্যের নথি রাখা হবে।


গত বছর প্রধানমন্ত্রীর বাসভবনে রান্নার ব্যবস্থাপনার বিষয়ে সারা মিথ্যা তথ্য দিয়েছিলেন। সে সময় প্রধানমন্ত্রীর বাসভবনে কোনো রাঁধুনি নেই দাবি করে সারা বাইরে থেকে খাবার আনাতে ৯৯ হাজার ৩০০ ডলার ব্যয় করেছিলেন।


এর আগে ২০১৬ সালে এক গৃহপরিচারিকা সারা নেতানিয়াহুর বিরুদ্ধে কর্মপরিবেশ নষ্ট করার অভিযোগ আনেন। ওই সময় আদালত সারাকে ৪৭ হাজার ডলার জরিমানা করেছিলেন। সূত্র: এএফপি ও বিবিসি


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com