শিরোনাম
ক্যামেরুনে বোকো হারাম জঙ্গিদের হামলায় নিহত ২৪
প্রকাশ : ১৩ জুন ২০১৯, ১০:৪৪
ক্যামেরুনে বোকো হারাম জঙ্গিদের হামলায় নিহত ২৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ক্যামেরুনের উত্তরাঞ্চলে লেক শাদের একটি দ্বীপে বোকো হারাম জঙ্গিদের হামলায় ১৬ সৈন্যসহ ২৪ জন নিহত হয়েছে।


দেশটির কর্মকর্তারা বুধবার বলেছেন, বোকো হারামের প্রায় ৩০০ জঙ্গি দ্বীপটির দারাক জেলায় রবিবার হামলা চালিয়েছে। এটি গত কয়েক বছরের মধ্যে ক্যামেরুনে চালানো বোকো হারামের সবচেয়ে নৃশংস হামলাগুলোর মধ্যে একটি।


দারাকের মেয়র আলি রামাত বলেছেন, জঙ্গিরা রাজধানী ইয়াওনডে থেকে প্রায় এক হাজার কিলোমিটার উত্তরের ওই দ্বীপটির আটটি সেনা শিবিরে হামলা চালায়।


দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ সময় কয়েক ঘণ্টা স্থায়ী এক বন্দুকযুদ্ধে বোকো হারামের ৬৪ জঙ্গিও নিহত হয়েছে।


নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে কট্টর ইসলামী শরিয়া আইনভিত্তিক একটি খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে প্রায় এক দশক ধরে লড়াই করছে জঙ্গি এই গোষ্ঠীটি। তাদের এ লড়াইয়ে ওই অঞ্চলের ৩০ হাজার লোক নিহত ও লাখ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছেন।


গোষ্ঠীটির জঙ্গিরা প্রায়ই নাইজেরিয়ার সীমান্ত পেরিয়ে প্রতিবেশী ক্যামেরুন, নাইজার ও শাদে হামলা চালিয়ে থাকে। সূত্র: রয়টার্স


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com