শিরোনাম
যুক্তরাষ্ট্রের দুর্ধর্ষ সিরিয়াল কিলার স্যামুয়েল: ৬০ নারীকে খুন
প্রকাশ : ১০ জুন ২০১৯, ১২:১১
যুক্তরাষ্ট্রের দুর্ধর্ষ সিরিয়াল কিলার স্যামুয়েল: ৬০ নারীকে খুন
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

কোথাও তুলি দিয়ে, কোথাও বা শুধুই পেনসিল, সেই সব মহিলাদের মুখ নিখুঁত করে এঁকেছে স্যামুয়েল লিটল। এমনকি মনে রেখেছেন প্রত্যেকের চোখের মণির রং থেকে চুলের ধরন।


চার দশক ধরে যুক্তরাষ্ট্রের নানা জায়গায় অন্তত ৬০ নারীকে খুন করেছেন স্যামুয়েল। প্রায় প্রত্যেকের মুখের ছবি এঁকে রেখেছেন যত্নে। রয়েছে অচেনা মুখও।


আপাতত ক্যালিফর্নিয়ার একটি জেলে যাবজ্জীবনের সাজা খাটছেন ৭৯ বছরের এই সিরিয়াল কিলার। যুক্তরাষ্ট্রের ইতিহাসে স্যামুয়েল অন্যতম দুর্ধর্ষ সিরিয়াল কিলার বলেই জানিয়েছেন বিশেষজ্ঞেরা।


এত দিন পর্যন্ত ‘গ্রিন রিভার কিলার’ গেরি রিগওয়েকেই দেশের সবচেয়ে দুর্ধর্ষ সিরিয়াল কিলার হিসেবে জানত যুক্তরাষ্ট্র। অন্তত ৪৯ জনকে খুন করেছিল গেরি। তবে সেই রেকর্ড ভেঙে দিয়েছে স্যামুয়েল।


ছোটবেলা কেটেছে ওহায়োতে। সেখানে অন্তত পাঁচটি খুনে জড়িত সে। ১৯৭০-২০০৫ সালের মধ্যে সবচেয়ে বেশি খুন করেছে স্যামুয়েল। ২০১২ সালে কেন্টাকির একটি গৃহহীনদের আশ্রয়শিবির থেকে গ্রেফতার করা হয় স্যামুয়েলকে।



এফবিআই জানায়, সেখান থেকে নিয়ে যাওয়া হয় ক্যালিফর্নিয়ায়। মাদক পাচারের মামলায় সেখানকার পুলিশ তাকে খুঁজছিল। সে সময়ে নিহত তিন নারীর শরীর থেকে পাওয়া ডিএনএ’র সঙ্গে মিলে যায় স্যামুয়েলের ডিএনএ। ওই তিনজনের প্রত্যেককেই মারধরের পরে গলা টিপে খুন করা হয়েছিল। আর এক মহিলা স্যামুয়েলের কবল থেকে বেঁচে ফিরে ২০১৪ সালে বিচার চলাকালীন আদালতে বয়ান দেন।


তারপরেও বহু দিন মুখ খুলতে চায়নি খুনি। টেক্সাস পুলিশের এক গোয়েন্দা টেক্সাসের কয়েকটা খুনের কিনারা করতে জেলে স্যামুয়েলের সঙ্গে দেখা করতে যান। সে সময় হঠাৎ করেই একের পর এক খুনের স্বীকারোক্তি করতে থাকে স্যামুয়েল। জানায়, টেক্সাস, এক্টর কাউন্টি থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের অসংখ্য জায়গায় নারীদের ঠান্ডা মাথায় খুন করেছে সে।


আইনজীবী ববি ব্ল্যান্ড জানান, জীবনের এই পর্বে এসে বোধহয় নিজের সমস্ত কীর্তির কথা জানাতেই চাইছে স্যামুয়েল।


ওহাইও’র আইনজীবী ডেটারস জানাচ্ছেন, ঘাড়ের নির্দিষ্ট গড়ন রয়েছে এমন নারীদেরই মূলত নিশানা করত স্যামুয়েল। সমাজের প্রান্তিক মানুষকেও অনেক সময় ভেবেচিন্তে নিশানা করেছে সে। কখনো যৌনকর্মী, তো কখনো মাদকাসক্ত। প্রথমে মারধর ও পরে শ্বাসরোধ করে খুন। যাতে অতিরিক্ত মাদক নেয়া বা দুর্ঘটনা কিংবা স্বাভাবিক মৃত্যুর মতো দেখায় খুনগুলো।


এ নিয়ে এখনো পর্যন্ত ৬০টি খুনের কথা জানতে পেরেছে পুলিশ। আরো অনেক অচেনা মহিলার ছবি এঁকেছে স্যামুয়েল, যা ক্রমশ প্রকাশ্যে আনছে পুলিশ। আশা, এতে বেশ কিছু কিনারা না হওয়া খুনের রহস্য সমাধান হবে।


পুলিশের ধারণা, এরচেয়ে বেশি খুন করেছে স্যামুয়েল। সংখ্যাটা ৯০ ছাড়াবে বলেই অনুমান পুলিশের। সূত্র: আনন্দবাজার পত্রিকা


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com