শিরোনাম
তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবে ৬৫ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু
প্রকাশ : ১১ মে ২০১৯, ১৪:৫০
তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবে ৬৫ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

তিউনিসিয়া উপকূলের কাছে ভূমধ্যসাগরে নৌকা ডুবে অন্তত ৬৫ জন অভিবাসনপ্রত্যাশী মারা গেছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এ তথ্য জানিয়েছে।


সংস্থাটি বিবৃতিতে বলেছে, এদের মধ্যে থেকে অন্তত ১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।


জীবিতরা জানিয়েছেন, তারা বৃহস্পতিবার লিবিয়ার জাওয়ারা ত্যাগ করে। এরপরই সাগরে প্রবল ঢেউয়ের মধ্যে পড়ে তাদের নৌকা।
ইউএনএইচসিআর পরিসংখ্যানে দেখা যায়, ২০১৯ সালের প্রথম চার মাসের মধ্যে লিবিয়া থেকে সাগরপথে ইউরোপে পাড়ি জমাতে গিয়ে প্রায় ১৬৪ জন মানুষ মারা গেছে।


অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবিতে মৃত্যুর এ ঘটনাটি চলতি বছরের সবচেয়ে ভয়াবহতম ঘটনা।


নৌকাডুবির পর তিউনিসিয়ার নৌবাহিনী অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করে উপকূলে ফিরে আসার জন্য কর্তৃপক্ষের অনুমতির অপেক্ষায় আছে।


ইউএনএইচসিআর জানিয়েছে, উদ্ধার করা ব্যক্তিদের মধ্যে একজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।


তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওই দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে একটি জাহাজ নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় নৌবাহিনী। এ সময় মাছ ধরার একটি নৌকাও অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধারে কাজ করছিল।


এদিকে ওই নৌকার আরোহীরা সাব-সাহারান আফ্রিকা বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে।


বিবার্তা/মেহেদী/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com