শিরোনাম
মধ্যপ্রাচ্যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
প্রকাশ : ১১ মে ২০১৯, ১৩:৩৮
মধ্যপ্রাচ্যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইরানের সাথে উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছে।এছাড়া উভচর যান ও উড়োজাহাজ নিয়ে যুদ্ধজাহাজ ইউএসএস আর্লিংটন শিগগিরই উপসাগরে থাকা ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সাথে যোগ দেবে।


এদিকে এরইমধ্যে কয়েকটি বি-৫২ বোমারু বিমান কাতারে মার্কিন ঘাঁটিতে পৌঁছেছে বলে জানিয়েছে পেন্টাগন।


যুক্তরাষ্ট্র বলেছে, এই অঞ্চলে মার্কিন বাহিনীর উপর ইরানের সম্ভাব্য হামলার প্রতিক্রিয়া হিসেবে এই পদক্ষেপ নেয়া হয়েছে। যদিও হামলার বিষয়ে সুনির্দিষ্ট করে তারা কিছু জানায়নি।


যুক্তরাষ্ট্রের এই দাবিকে ইরান ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে বলেছে, ইরানের উপর হস্তক্ষেপ করতেই যুক্তরাষ্ট্র মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসেবে যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে।


এদিকে ইরান আরো বলেছে, তারা ইউরেনিয়াম সমৃদ্ধ পারমানবিক কার্যক্রম পুনরায় শুরু করতে পারে।


পেন্টাগন সর্বশেষ শুক্রবার বিবৃতিতে বলেছে, ওয়াশিংটন এই অঞ্চলে মার্কিন বাহিনী ও স্বার্থ রক্ষার জন্য প্রস্তুত। তবে তারা ইরানের সাথে যুদ্ধে জড়াতে চায় না। ইরানের কার্যক্রমে কড়া নজরদারি অব্যাহত রাখছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়।


ইরানের প্রতিবেশী দেশ ইরাকে প্রায় পাঁচ হাজার ২০০ মার্কিন সেনা বর্তমানে নিযুক্ত রয়েছে।


২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র নিজেদের প্রত্যাহার করে নিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে শুরু করে। সূত্র: বিবিসি


বিবার্তা/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com