শিরোনাম
মধ্যরাত থেকে শ্রীলঙ্কায় জরুরি অবস্থা
প্রকাশ : ২২ এপ্রিল ২০১৯, ১৬:৫০
মধ্যরাত থেকে শ্রীলঙ্কায় জরুরি অবস্থা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

শ্রীলঙ্কায় ইস্টার সানডের প্রার্থনার মধ্যে গির্জা আর পাঁচ তারা হোটেলে সিরিজ বোমা হামলার পর সোমবার মধ্যরাত থেকে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হচ্ছে। এ হামলায় এখন পর্যন্ত ২৯০ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।


সোমবার মধ্যরাত থেকে পুরো শ্রীলঙ্কায় এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে বিবিসি অনলাইন ও রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়।


শ্রীলঙ্কার প্রেসিডেন্টের মিডিয়া ইউনিট এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তেই দেশের জাতীয় নিরাপত্তা কাউন্সিল জরুরি অবস্থা জারির এই সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে মত প্রকাশের স্বাধীনতায় কোনো ধরনের হস্তক্ষেপ করা হবে না।



শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলায় হতাহতের ঘটনায় মঙ্গলবার জাতীয় শোক পালন করবে দেশটি। তার আগে জরুরি অবস্থা জারির বিষয়ে ঘোষণা দেয়া হলো।


রবিবার ইস্টার সানডেতে দেশটির তিনটি গির্জা, তিনটি হোটেলসহ অন্তত আটটি স্থানে পরপর বোমা হামলা হয়। হামলায় ২৯০ জন ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ৩৫ জন বিদেশি নাগরিকও আছেন। হামলায় আহত হয়েছে পাঁচ শতাধিক।


এদিকে রবিবারের ওই হামলায় জড়িতরা বিদেশি কোনো সন্ত্রাসী নেটওয়ার্কের সহযোগিতা পেয়েছে বলে মনে করছে শ্রীলঙ্কা সরকার।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com