শিরোনাম
শ্রীলঙ্কায় গির্জা ও হোটেলে বিস্ফোরণ, নিহত ১৩৮
প্রকাশ : ২১ এপ্রিল ২০১৯, ১১:৩৪
শ্রীলঙ্কায় গির্জা ও হোটেলে বিস্ফোরণ, নিহত ১৩৮
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

শ্রীলংকার রাজধানী কলম্বোতে গির্জা ও হোটেলে ছয়টি সিরিজ বোমা হামলায় অন্তত ১৩৮ জন নিহত ও চার শতাধিক লোক আহত হয়েছে।


রবিবার খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উদযাপনের সময় তিনটি গির্জা ও তিনটি হোটেলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।


শ্রীলংকার প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহে এই হামলার নিন্দা জানিয়ে সবাইকে শান্ত থাকার আহবান জানিয়েছেন। তিনি তার নিরাপত্তা উপদেষ্টাদের নিয়ে জরুরি বৈঠকে বসেছেন।


দেশটির নিউজ ফার্স্ট লংকা জানিয়েছে, সোম ও মঙ্গলবার শ্রীলঙ্কার সব সরকারি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।


সকাল সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে কোচচিকাদে এলাকার সেন্ট অ্যান্থনির চার্চ, কাটুয়াপিতিয়ার সেন্ট সেবাস্টিয়ানের চার্চ এবং বাট্টিকালোয়ার একটি গির্জায় ইস্টার সানডের প্রার্থনা চলাকালে বোমা হামলা চালানো হয়।


কাছাকাছি সময়ে রাজধানী কলম্বোর শাংরি লা, সিনামন গ্র্যান্ড ও কিংসবুরি হোটেলেও বিস্ফোরণ ঘটে।


স্থানীয় পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, কেবল সেন্ট সেবাস্টিয়ানের গির্জাতেই অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। বাত্তিকালোয়ায় অন্তত ২৫ জনের লাশ উদ্ধারের খবর দিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।


শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের কাছে সিনামন গ্র্যান্ড হোটেলের রেস্তোরাঁয় বিস্ফোরণে অন্তত একজন নিহত হয়েছে।


এখনো পর্যন্ত কোনো সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।


সামাজিক যোগাযোগ মাধ্যমে সেন্ট সেবাস্টিয়ান গির্জার ভেতরের ছবিতে দেখা গেছে, গির্জার সিলিং বিধ্বস্ত হয়ে টুকরো ছড়িয়ে চিয়ে রয়েছে এবং বেঞ্চগুলোতে রক্তের দাগ রয়েছে।


বার্তা সংস্থা এএফপি বলেছে, নিহতদের মধ্যে বিদেশি নাগরিক রয়েছে। নিহতের সংখ্যা আড়াইশ ছাড়াতে পারে বলে আশংকা করা হচ্ছে।সূত্র: বিবিসি


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com