শিরোনাম
পুরো সরকারসহ মালির প্রধানমন্ত্রীর পদত্যাগ
প্রকাশ : ১৯ এপ্রিল ২০১৯, ১৪:৪৭
পুরো সরকারসহ মালির প্রধানমন্ত্রীর পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মালির প্রধানমন্ত্রী সৌমেলৌ বৌবায়া মাইগা তার পুরো সরকারসহ পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার দেশটিতে এই ঘটনা ঘটে।


দেশটির গত মাসে হত্যাযজ্ঞে ১৬০ জন প্রাণ হারায়। মধ্যাঞ্চলের ক্রমবর্ধমান সহিংসতার এবং গত মাসের ব্যাপক হত্যাযজ্ঞের ঘটনা নিয়ন্ত্রণে তাদের পদক্ষেপের বিষয় নিয়ে কঠোর সমালোচনার পর তারা পদত্যাগ করলেন।


প্রেসিডেন্ট ইব্রাহিম বৌবাকার কিতার দফতরের এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী ও তার সরকারের সকল মন্ত্রীর পদত্যাগ গ্রহণ করা হয়েছে। ক্রমবর্ধমান সহিংসতাকে কেন্দ্র করে দেশটিতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ার দুই সপ্তাহ পর তাদের পদত্যাগ গ্রহণ করা হলো।


ক্ষমতাসীন ও বিরোধী দলগুলোর আইনপ্রণেতারা বুধবার এ সরকারের বিরুদ্ধে একটি অনাস্থা প্রস্তাব জমা দিয়েছিল। এ প্রস্তাবে দেশের সহিংসতাপূর্ণ পরিস্থিতি শান্ত করতে ব্যর্থ হওয়ায় মাইগা ও তার প্রশাসনকে দায়ী করা হয়।


কিতার দফতরের ওই বিবৃতিতে বলা হয়, ক্ষমতাসীন ও বিরোধী দল উভয় পক্ষের রাজনৈতিক সকল শক্তির সাথে আলোচনার পর খুব শিগগিরই একজন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করে নতুন সরকার গঠন করা হবে। খবর: এএফপি, বাসস।


বিবার্তা/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com