শিরোনাম
ফ্রান্সে বৃদ্ধাশ্রমে খাদ্যে বিষক্রিয়ায় ৫ জনের মৃত্যু
প্রকাশ : ০২ এপ্রিল ২০১৯, ১৫:২০
ফ্রান্সে বৃদ্ধাশ্রমে খাদ্যে বিষক্রিয়ায় ৫ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ফ্রান্সের দক্ষিণাঞ্চলের একটি বৃদ্ধাশ্রমে খাদ্যে সন্দেহজনক বিষক্রিয়ায় পাঁচজন মারা গেছে এবং আরো অনেকে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছে। সোমবার দেশটির কর্মকর্তারা একথা জানান।


পুলিশ জানায়, রবিবার রাতের খাবারের পর এ বৃদ্ধাশ্রমে বাস করা ২২ জনের বমিবমি ভাবসহ বিষক্রিয়ায় আক্রান্তের নানা উপসর্গ দেখা দেয়। বেসরকারিভাবে পরিচালিত শেনারায়ি নামের বৃদ্ধাশ্রমটি তলৌসির দক্ষিণের শহর লহার্মে অবস্থিত।


এ ঘটনায় কর্মকর্তারা প্রাথমিকভাবে চারজনের মৃত্যু ঘোষণা করে। পরে তদন্তের সাথে যুক্ত অপর এক সূত্র বার্তা সংস্থা এএফপিকে পঞ্চম ব্যক্তির মৃত্যুর কথা জানায়। যাদের মৃত্যু হয়েছে তাদের বয়স ৭২ থেকে ৯৫ বছর।


তলৌসি প্রসিকিউটর ডোমিনিক আলজিয়ারি জানান, বৃদ্ধাশ্রমটির ৮২ জন বাসিন্দার মধ্যে ১৯ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদের মধ্যে ১৬ জনের অবস্থা খারাপ। তবে তাদের মৃত্যুর ঝুঁকি নেই। সূত্র: এএফপি


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com