শিরোনাম
সিঙ্গাপুরে হোটেলের আগুন স্বয়ংক্রিয়ভাবে নিভে গেল
প্রকাশ : ২৭ মার্চ ২০১৯, ১৫:১০
সিঙ্গাপুরে হোটেলের আগুন স্বয়ংক্রিয়ভাবে নিভে গেল
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সিঙ্গাপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি বিলাসবহুল হোটেলে বুধবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে স্বয়ংক্রিয়ভাবে পানির ছিটায় এই আগুন নিভে যায়।


এদিকে আগুন লাগার পর হোটেল থেকে প্রায় ৫শ’ লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। দেশটির জরুরি কর্মকর্তারা জানান, এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।


টেলিভিশনের ফুটেজে অর্চার্ড রোডের কাছে গ্র্যান্ড হায়াত হোটেল থেকে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। তবে, সিঙ্গাপুর বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর (এসসিডিএফ) পক্ষ থেকে বলা হয়েছে, খুব দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়েছে। ভবনটির তৃতীয় তলায় অবস্থিত একটি রেস্তোরাঁর রান্নাঘরের চুলা থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্বয়ংক্রিয়ভাবে পানির ছিটায় আগুন নিভে যায়।


বিবৃতিতে বলা হয়, এই ঘটনায় কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হতে তদন্ত চলছে।’
৪০ বছর বয়সী ‘আগুনের ধোঁয়া খুব মারাত্মক ছিল। এটা আমার গলায় ঢুকে পড়ে। এটা খুব পুরু ধোঁয়া ছিল।
তিনি হোটেলের ভেতর একটি বুটিকের দোকানে কাজ করেন।


এ বছর এই নিয়ে সিঙ্গাপুরে দ্বিতীয়বারের মতো কোনো বিলাসবহুল হোটেলে অগ্নিকাণ্ড ঘটল। ১৪ ফেব্রুয়ারি কার্লটন হোটেলে অগ্নিকাণ্ড ঘটে। ওই সময় হোটেলের প্রায় ১ হাজার অতিথিকে সরিয়ে নেয়া হয়। তবে ওই ঘটনায় কেউ হতাহত হয়নি। খবর: এএফপি, বাসস।


বিবার্তা/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com