শিরোনাম
দূষিত শহরের শীর্ষে ভারতের গুরুগ্রাম
প্রকাশ : ০৫ মার্চ ২০১৯, ২১:৩৯
দূষিত শহরের শীর্ষে ভারতের গুরুগ্রাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্বে দূষিত বায়ুর ২০টি শহরের মধ্যে ১৮টিই বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের। দূষণের শহরের সূচকে শীর্ষে রয়েছে ভারতের গুরুগ্রাম। ১৭তম অবস্থানে আছে ঢাকা। এরপরেই আবার ভারতের গায়া শহর। দূষণের ২৩তম অবস্থানে কলকাতা। তবে এ দূষণ থেকে আগের চেয়ে অনেক উন্নতি পেয়েছে চীনা শহরগুলো।


বেসরকারি সংস্থা গ্রিনপিস এবং এয়ারভিজুয়ালের নির্ভরযোগ্য জরিপ বলছে, বিশ্বের সবচেয়ে দূষিত এলাকা ভারতীয় রাজধানী নয়াদিল্লীর উপকূলীয় শহরটি। এছাড়া বিশ্বের শীর্ষ ১০টি দূষিত শহরের মধ্যে ভারতেরই সাতটি। বাকি তিনটি শহরের মধ্যে তৃতীয় অবস্থানে পাকিস্তানের ফয়সলাবাদ, অষ্টম চীনের হুতান এবং ১০তম দূষিত শহর পাকিস্তানের লাহোর। শীর্ষে থাকা গুরুগ্রামসহ ভারতের সাতটি শহর হলো- গাজিয়াবাদ, ফরিদাবাদ, বিওয়াদি, নইদা, পাটনা এবং লক্ষ্মৌ।


এদিকে, জরিপ অনুয়ায়ী বায়ু দূষণ সমস্যার কথা আসলেই দক্ষিণ এশিয়ার নাম চলে আসে। কেননা, বায়ু দূষণে শীর্ষে থাকা দেশগুলোর সবই এ অঞ্চলের। সূচকে শীর্ষ ৩০টি শহরের মধ্যে ২২টিই ভারতের। চীনের পাঁচটি, পাকিস্তানের দুইটি এবং বাংলাদেশের একটি।


আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, ২০১৮ সালে গুরুগ্রামের গড় ইপিএ (মার্কিন পরিবেশ সুরক্ষা সংস্থার গ্রেড) ছিল ১৩৫.৮। যা মার্কিন পরিবেশ সুরক্ষা সংস্থার তথ্য অনুযায়ী স্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। তবে শহরটির বায়ু এক বছরে তিনবার ইপিএ গ্রেড অতিক্রিম করেছে দূষণে। গত বছরের দুইমাস গুরুগ্রামের ইপিএ ছিল ২০০। যা খুবই অস্বাস্থ্যকর। এছাড়া তখন সতর্ক করে দেওয়া হয়েছিল, গুরুগ্রামে প্রত্যেকের স্বাস্থ্যেই গুরুতর প্রভাব পড়তে পারে।


জরিপটি বলছে, চলতি বছরে বায়ু দূষণের প্রভাবে বিশ্বব্যাপী প্রায় সাত মিলিয়ন মানুষের অকাল মৃত্যু ঘটতে পারে। সেইসঙ্গে বায়ু দূষণ বিশ্বে বড় ধরনের একটি অর্থনৈতিক প্রভাব ফেলবে।


গ্রিনপিসের দক্ষিণ-পূর্ব এশিয়ার নির্বাহী পরিচালক ইয়েব সানো জানিয়েছেন, বায়ু দূষণ আমাদের জীবিকা এবং ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে। মানুষের জীবন হারানো ছাড়াও বায়ু দূষণের কারণে বিশ্বব্যাপী চিকিৎসা খরচ পড়ছে প্রায় ২২৫ বিলিয়ন ডলার। বহু ট্রিলিয়ন ডলার এখন পর্যন্ত স্বাস্থ্য খরচ হয়েও গেছে এ কারণে।


তিনি বলছেন, বায়ু দূষণের মারাত্মক প্রভাব পড়ে আমাদের স্বাস্থ্য এবং মানিব্যাগে।


জরিপটি আরো জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের ফলে বায়ুমণ্ডলীয় অবস্থার পরিবর্তন ঘটছে এবং এর পরিবর্তনের কারণে বায়ু দূষণের প্রভাব আরো খারাপ হয়ে যাচ্ছে। এছাড়া কলকারখানাসহ বিভিন্ন জায়গার জ্বালানি থেকে বায়ু দূষণের সৃষ্টি হচ্ছে।


তবে মারাত্মক বায়ু দূষণে উদ্বিগ্ন ভারত। দেশটির গুরুত্বপূর্ণ শহরগুলোতে এর প্রভাব পড়ছে ব্যাপকভাবে। এছাড়া বায়ু দূষণে বিশ্বের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থানে থাকা ভারতকে নিয়ে উদ্বিগ্ন আন্তর্জাতিক বিশ্লেষকরাও। এ নিয়ে বিশ্ব ব্যাংক বলছে, বায়ু দূষণের কারণে ভারতের উৎপাদন ক্ষমতা কমেছে ৮ দশমিক ৫ শতাংশ। বেড়েছে অসুস্থতা, চিকিৎসা খরচ। সূত্র: এনডিটিভি


বিবার্তা/মাইকেল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com