শিরোনাম
পাক-ভারত উত্তেজনার পেছনে বড় ভূমিকায় ইসরাইল: ফিস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০১৯, ১১:৩৭
পাক-ভারত উত্তেজনার পেছনে বড় ভূমিকায় ইসরাইল: ফিস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ব্রিটিশ সাংবাদিক রবার্ট ফিস্ক বলেছেন, পাকিস্তান-ভারত উত্তেজনার পেছনে বড় ভূমিকা পালন করছে ইসরাইল। নয়াদিল্লির ওপর ইসরাইলের ক্রমবর্ধমান প্রভাবের ফলেই সম্প্রতি এই উত্তেজনা সৃষ্টি হয়েছে।


ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্টে বৃহস্পতিবার প্রকাশিত এক নিবন্ধে এ সব কথা বলেন তিনি।


ফিস্ক বলেন, ভারতের হিন্দু জাতীয়তাবাদীদের মধ্যে বিরাজমান মুসলিমবিরোধী চেতনাকে পুঁজি করতে চাইছে ইসরাইল। নয়াদিল্লির কাছে আরো অস্ত্রশস্ত্র বিক্রির লক্ষ্য নিয়ে এমনটি চাইছে তেল আবিব। ভারতের সঙ্গে সম্পর্ক আরো গভীর করতে এবং ভারত-পাকিস্তান সম্পর্ককে আরো উত্তেজনার দিকে ঠেলে দিতেও তৎপর রয়েছে ইসরাইল।


মঙ্গলবার পাক ভূখণ্ডের ওপর চালানো হামলায় ইসরাইলের তৈরি স্পাইস-২০০০ ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথাও তুলে ধরেন ফিস্ক। তিনি বলেন, এ সংঘর্ষের মধ্য দিয়ে ইসরাইল যে লাভের অংক গুনছে এটি তার পরিষ্কার প্রমাণ।


২০১৭ সালে ইসরাইলি অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা ছিল ভারত সে কথাও উল্লেখ করেছেন ফিস্ক। ইসরাইলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে ভারত ব্যয় করেছে ৭০ কোটি ডলার। ফিলিস্তিন ও সিরিয়ায় এ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে ইসরাইল । আর এতে এ ব্যবস্থার ধ্বংস ক্ষমতা ভারত সরকারকে প্রদর্শন করা হয়েছে।


এছাড়া মিয়ানমারের সামরিক জান্তার কাছে এমন সময় ইসরাইল ট্যাংক, অস্ত্র ও নৌকা বিক্রির চেষ্টা করছে যখন পশ্চিমা দেশগুলো সংখ্যালঘু ও রোহিঙ্গা মুসলিমদের উপর সামরিক অভিযান চালানোর দায়ে মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা বলছে।


কিন্তু ভারতের সাথে ইসরাইলের অস্ত্র বাণিজ্য বৈধ, প্রকাশ্য ও উভয় পক্ষের দ্বারা ঘোষিত। সূত্র: পার্সটুডে ও ইন্ডিপেনডেন্ট


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com