শিরোনাম
মার্কিন সাহায্য নিয়ে ৪টি দেশ ধ্বংস হয়েছে: মাদুরো
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৪৫
মার্কিন সাহায্য নিয়ে ৪টি দেশ ধ্বংস হয়েছে: মাদুরো
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার দেশে পাঠানো মার্কিন ত্রাণকে উপহাস করে বলেছেন, এর আগে মার্কিন ত্রাণ গ্রহণ করে আফগানিস্তান, ইরাক, সিরিয়া ও লেবানন ধ্বংস হয়েছে।


ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো রাজধানী কারাকাসে শনিবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।


এর আগে মাদুরো শুক্রবার আমেরিকার দেয়া ত্রাণ প্রত্যাখ্যান করে আটকে দিয়েছেন। শুক্রবার তিনি আমেরিকার পাঠানো ত্রাণকে ‘লোক দেখানো মানবিকতা’ বলে উল্লেখ করেন।


আমেরিকার পাঠানো ত্রাণ কলম্বিয়ার সীমান্তবর্তী শহর কুকুতায় আটকে আছে। সেখানে অবস্থানরত স্বেচ্ছাসেবকরাও অবস্থান করছেন।


সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, আমেরিকা ময়দা, মরিচ, চাল এবং রান্নার তেল এবং ব্যক্তিগত টুথব্রাশ এবং সাবান পাঠিয়েছে।


এসব অনুদান ভেনেজুয়েলার স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুয়াইদোর অনুরোধে পাঠানো হয়েছে বলে জানানো হয়। গত এক মাস ধরে ভেনেজুয়েলায় তীব্র রাজনৈতিক অস্থিতিশীলতা চলছে।


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com