শিরোনাম
জম্মু-কাশ্মিরে ভারী তুষারপাতে নিহত ১২
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৩৯
জম্মু-কাশ্মিরে ভারী তুষারপাতে নিহত ১২
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

জম্মু-কাশ্মিরে ভারী তুষারপাতে ১২ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরোও একজন। বৃহস্পতিবার ভারী তুষারপাত শুরু হলে বেশ কয়েকজন নিখোঁজ হন। পরে শুক্রবার উদ্ধার কর্মীরা একটি পুলিশ স্টেশনের কাছ থেকে সাতজনের মরদেহ উদ্ধার করেছে। জম্মুর শ্রীনগর হাইওয়ের জহর টানেলের কাছে অবস্থিত ওই পুলিশ স্টেশনটি তুষারধসে চাপা পড়েছিল।


জম্ম-কাশ্মিরে বেশ কয়েকদিন ধরেই ভারী তুষারপাত হচ্ছে। পুলিশ জহর টানেলের গানদেরবাল এলাকা থেকে এখন পর্যন্ত ২২টি পরিবারকে উদ্ধার করেছে।


তুষারপাতে পাঁচজন পুলিশ সদস্য এবং দু'জন বন্দী নিহত হয়েছে। তুষারধসের সময় তারা পুলিশ পোস্টের মধ্যে আশ্রয় নিয়েছিল। ভারী তুষারপাতের কারণে শ্রীনগরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে।


তুষারধসের কবল থেকে দু'জন বিশেষ পুলিশ কর্মকর্তাকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com