শিরোনাম
অস্ট্রেলিয়ায় প্রবল বন্যা
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২৪
অস্ট্রেলিয়ায় প্রবল বন্যা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টিপাতের কারণে বন্যা দেখা দিয়েছে। রবিবার কুইন্সল্যান্ড রাজ্যের টাউনসভিলেতে রোজ রিভার বাঁধের পানি ধারণক্ষমতার অতিরিক্ত হয়ে যাওয়ায় বাঁধও খুলে দেওয়ায় বন্যার প্রাবল্য আরো বেড়েছে।


জানা গেছে, এর আগে কর্মকর্তারা হুঁশিয়ারি করে দিয়ে বলেছিলেন, বন্যায় ২০ হাজার বাড়ি প্লাবিত হতে পারে। কুইন্সল্যান্ডের উপকূলীয় এলাকাগুলোতে ইতিমধ্যে গাড়ি ও গবাদি পশু বানের পানির তোড়ে ভেসে গেছে।


রোববার অস্ট্রেলিয়ার আবহাওয়া দপ্তর সতর্ক করে দিয়ে বলেছে, ‘রোজ রিভারের পানি নিয়ন্ত্রণকারী বাঁধ পুরোপুরি খুলে দেয়ায় জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতির ঝুঁকি রয়েছে।’


স্থানীয়দের সতর্ক করে বলা হয়েছে, ‘পরিস্থিতির দ্রুত পরিবর্তন অব্যাহত থাকবে। পরিস্থিতি সম্পর্কে খবর রাখুন এবং জরুরি সেবা বিভাগের পরামর্শ অনুসরণ করুন।’


আবহাওয়া বিভাগ আরো জানিয়েছে, প্রতি সেকেন্ডে বাঁধ থেকে ১ হাজার ৯০০ ঘনমিটার পানি প্রবাহিত হচ্ছে, যা অনেক বেশি বিপজ্জনক। গত এক সপ্তাহে টাউনসভিলেতে এক মিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে। ১৯৯৮ সালে যে বৃষ্টিপাত হয়েছিল এটি রেকর্ডকেও ভঙ্গ করেছে। সূত্র: বিবিসি


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com