ইয়েমেনের তেল বন্দরে মার্কিন বিমান হামলা, নিহত ৩৮
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫, ০৯:২৪
ইয়েমেনের তেল বন্দরে মার্কিন বিমান হামলা, নিহত ৩৮
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইয়েমেনের রাস ইসা তেল বন্দরে মার্কিন বিমান হামলায় কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১০২ জন। এ হামলা দেশটিতে মার্কিন বাহিনীর সবচেয়ে ভয়াবহ হামলাগুলির মধ্যে একটি।


শুক্রবার (১৮ এপ্রিল) হুথি-অনুমোদিত আল মাসিরাহ টিভি ও দেশটির হোদেইদাহ স্বাস্থ্য অফিসের বরাত বার্তাসংস্থা আলজাজিরার এক প্রতিবেদনে জানিয়েছে যে বৃহস্পতিবারের হামলায় কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছে এবং ১০২ জন আহত হয়েছে দেশটির হোদেইদাহ স্বাস্থ্য অফিসের বরাত দিয়ে।


মার্কিন সেনাবাহিনী জানিয়েছে যে হুথি যোদ্ধাদের জ্বালানির উৎস বন্ধ করার জন্যই এই হামলা চালানো হচ্ছে।


“এই হামলার উদ্দেশ্য ছিল হুথিদের অর্থনৈতিক শক্তির উৎসকে হ্রাস করা, যারা তাদের সহ-দেশবাসীদের শোষণ করে চলেছে এবং তাদের উপর প্রচণ্ড যন্ত্রণা বয়ে আনছে,” সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) বলেছে।


হুথিদের দেওয়া মৃতের সংখ্যা সম্পর্কে মন্তব্য করার অনুরোধের তাৎক্ষণিকভাবে কোনও সাড়া দেয়নি পেন্টাগন।


জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় সামরিক অভিযানে হুথিদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করার পর থেকে এই হামলাটি সবচেয়ে মারাত্মক।


এর আগে মার্চ মাসে, দুই দিনের মার্কিন হামলায় ৫০ জনেরও বেশি লোক নিহত হয়েছে, হুথি কর্মকর্তারা জানিয়েছেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com