
মধ্য-আমেরিকার দেশ গুয়াতেমালায় একটি হাইওয়ে ব্রিজ থেকে যাত্রীবাহী বাস দূষিত খাদে পড়ে কমপক্ষে ৫১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকেই। এতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোঘণা করেছে দেশটি।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
সংবাদমাধ্যমটি বলছে, গুয়াতেমালা সিটির বাইরে একটি দূষিত খাদে বাস ডুবে যাওয়ার পর অন্তত ৫১ জন মারা গেছেন এবং অন্যরা আহত হয়েছেন বলে গুয়াতেমালার কর্মকর্তারা জানিয়েছেন।
শহরের ফায়ার সার্ভিসের মুখপাত্র মাইনর রুয়ানো সোমবার সাংবাদিকদের বলেছেন, ধ্বংসাবশেষে “আটকে পড়া অন্যান্য লোকদের বাঁচানোর” প্রচেষ্টা চলছে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৩৬ জন পুরুষ ও ১৫ জন নারী এবং তাদের মরদেহ প্রাদেশিক একটি মর্গে পাঠানো হয়েছে।
বাসটি সোমবার গুয়াতেমালার রাজধানীতে আসার এবং বাইরে যাওয়ার একটি ব্যস্ত রুটে চলছিল, তবে এটি পুয়েন্তে বেলিস থেকে পড়ে যায়। এটি মূলত একটি হাইওয়ে ব্রিজ যা যানবাহনের রাস্তা হিসেবে ব্যবহৃত হয় এবং নিচে থাকা খাঁড়ির ওপর দিয়ে অতিক্রম করতে হয়।
সোশ্যাল মিডিয়ায় ফায়ার ডিপার্টমেন্টের শেয়ার করা ফুটেজে দেখা যাচ্ছে, উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্তদের দূষিত গিরিখাত থেকে বের করে আনছেন। ছবিতে বাসটিকে উল্টে আছে বলে দেখা গেছে।
গুয়াতেমালার প্রেসিডেন্ট বার্নার্দো আরেভালো তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন এবং উদ্ধার প্রচেষ্টায় সহায়তার জন্য সেনাবাহিনী ও দুর্যোগ মোকাবিলাকারী সংস্থা মোতায়েন করেছেন।
তিনি বলেছেন, “আমি ক্ষতিগ্রস্থদের পরিবারের সাথে একাত্মতা প্রকাশ করছি যারা আজ হৃদয়বিদারক সংবাদে জেগে উঠেছেন। তাদের কষ্টই আমার কষ্ট।”
গুয়াতেমালার কংগ্রেসের সভাপতিও সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি প্রকাশ করে “দুঃখজনক দুর্ঘটনা” নিয়ে শোক প্রকাশ করেছেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]