
ক্লাবে কোচের সঙ্গে দ্বন্দ্ব, তার উপর শেষ ৫ ম্যাচে লিভারপুলের সেরা একাদশে না থাকা। একটা বাজে সময়ের মধ্যে দিয়েই যাচ্ছেন মোহাম্মদ সালাহ। তবে আফ্রিকান কাপ অব নেশন্সে সেই সালাহ'র গোলেই জয় পেল তার দল মিশর।
টুর্নামেন্টের 'বি' গ্রুপে জিম্বাবুয়ের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে মিশর। প্রথম হাফে দুবের গোলে এগিয়ে যায় জিম্বাবুয়ে। দ্বিতীয় হাফে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় মিশর। দলটির হয়ে গোল করেন ওমর মারমাউস ও মোহাম্মদ সালাহ।
২০তম মিনিটে গোল হজমের পর সমতায় ফিরতে বেশ সময় নিয়েছে মিশর। ৬৪ মিনিটে ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড ওমর মারমাউসের গোলে সমতায় ফেরে তারা। আর ৯০ মিনিটের সময় সালাহ'র গোলে জয় নিশ্চিত করে মিশর।
এদিকে 'বি' গ্রুপে অ্যাঙ্গোলার বিপক্ষে ২-১ গোলে জিতেছে দক্ষিণ আফ্রিকা। মিশর ও দক্ষিণ আফ্রিকা দুই দলেরই সমান গোল ও পয়েন্ট। আসরের হোস্ট মরক্কো ২-০ গোলে জয় পেয়েছে কোমোরোসের বিপক্ষে। 'এ' গ্রুপে অবস্থান করছে মরক্কো।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]