স্বামীর কিডনি বিক্রির টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী !
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪৫
স্বামীর কিডনি বিক্রির টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী !
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সংসারে টানাটানি। মেয়ের পড়াশোনা, বিয়ের খরচ জোগাতে স্বামীকে তাই কিডনি বিক্রি করতে বলেছিলেন স্ত্রী। পরিস্থিতি বিবেচনা করে স্বামীও স্ত্রীর কথা শুনেছিলেন। কিন্তু কিডনি বিক্রি হতেই হাতে আসা লক্ষাধিক টাকা নিয়ে ওই নারী তার প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন বলে অভিযোগ।


সম্প্রতি ঘটনাটি ঘটে ভারতের পশ্চিমবঙ্গে। আদালত সূত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, স্ত্রী নিখোঁজ হওয়ায় পর প্রথমে থানায় গিয়েছিলেন হাওড়ার সাঁকরাইল ব্লকের ধুলাগড়ি হাটতলা এলাকার বাসিন্দা পিন্টু বেজ। পরে হাইকোর্টে হেবিয়াস কর্পাস মামলা করেছিলেন তিনি।


তিনি আদালতকে জানিয়েছিলেন, মেয়ের পড়াশোনা আর বিয়ের জন্য টাকার ব্যবস্থা করতে আগে থেকেই সোনার গহনা বানিয়ে রাখতে চাইছিলেন স্ত্রী সুপর্ণা বেজ। এর জন্য বার বার তাকে কিডনিও বিক্রি করতে বলতেন। স্ত্রীর কথা শুনেই কিডনি বিক্রি করেছিলেন যুবক। পরে সেই কিডনি বিক্রির ১০ লাখ টাকা আর সোনার গহনা নিয়ে সুপর্ণা প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন পিন্টু।
সংবাদ সংস্থা পিটিআই-কে পিন্টু বলেন, ‘হঠাৎ একদিন নিখোঁজ হয়ে গেল স্ত্রী। আর ফিরল না। পরে দেখলাম ১০ লাখ টাকা নিয়ে চলে গেছে।’


মামলা হওয়ায় অভিযুক্ত সুপর্ণাকে খুঁজে এনে আদালতে হাজির করার দায়িত্ব ছিল পুলিশের। কিন্তু পুলিশের দেয়া রিপোর্ট অনুযায়ী, তদন্তকারীদের কাছে আগেই সুপর্ণা লিখিতভাবে জানিয়েছিলেন, তিনি স্বেচ্ছায় ঘর ছেড়েছেন। তার প্রেমিক এবং তিনি এখন ‘স্বামী–স্ত্রীর মতো’ থাকছেন। কেউ তাকে জোর করে কিছু করায়নি।


পুলিশের দেয়া রিপোর্টের ওপর ভিত্তি করে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ গত ২৭ জানুয়ারি হেবিয়াস কর্পাস মামলাটি খারিজ করে দেন। আদালতের বক্তব্য, যেহেতু মহিলার হদিস পাওয়া গেছে এবং তিনি স্বেচ্ছায় স্বামীকে ছেড়ে চলে যাওয়ার কথা মুচলেকা দিয়ে জানিয়েছেন, তাই এক্ষেত্রে আর হেভিয়াস কর্পাসের আবেদন কার্যকর হবে না।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com