দামেস্কে জোলানির সঙ্গে ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ১৪:৫৪
দামেস্কে জোলানির সঙ্গে ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সিরিয়ার বর্তমান নেতা আহমেদ আল-শারা ওরফে আবু মোহাম্মদ আল-জোলানির সঙ্গে বৈঠক করেছেন ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী।


শুক্রবার (৩ জানুয়ারি) রাজধানী দামেস্কে এ বৈঠক অনুষ্ঠিত হয়।


সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর প্রথমবারের মতো দেশটি সফর করেছেন দুই ইউরোপীয় নেতা। স্থানীয় সময় শুক্রবার সকালে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল ব্যারোত দেশটির রাজধানী দামেস্কে পৌঁছান।


এরপরই সামাজিক মাধ্যম এক্সে সিরিয়ার জনগণের প্রতি ফ্রান্স ও জার্মানির সংহতির কথাও জানান ব্যারোত। তিনি বলেন, সিরিয়ায় আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিতে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রূপান্তর প্রয়োজন।


একইদিন তারা বৈঠক করেন দেশটির বর্তমান নেতা আহমেদ আল-শারার সঙ্গে। ইউরোপীয়ান ইউনিয়নের পক্ষ থেকে সিরিয়ার ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াকে শান্তিপূর্ণ করতে শারার প্রতি আহ্বান জানিয়েছেন ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী।


বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবক জানান, সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়টি রাজনৈতিক প্রক্রিয়ার ওপর নির্ভর করবে।


তিনি বলেন, সিরিয়ার পরিবর্তনের জন্য ইউরোপের সমর্থন চাইলে নতুন সরকারে কুর্দী ও নারীদেরকেও রাখতে হবে। ইউরোপ সিরিয়াকে সমর্থন করবে কিন্তু নতুন কোনো ইসলামিক কাঠামোর জন্য সমর্থন করবেনা বলেও মন্তব্য করেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী।


তিনি আরও বলেন, বছরের পর বছর নিপীড়ন, যুদ্ধ ও নির্যাতনের পর, সিরিয়ার জনগণ অবশেষে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। আমি এখানে জার্মান পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে জানাচ্ছি, ইউরোপ শান্তিপূর্ণ, মুক্ত নতুন সিরিয়া গড়তে সাহায্য করতে চায়।


এদিন বাশার আল-আসাদের কুখ্যাত সেদনায়া কারাগার পরিদর্শনে যান ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী। এসময় কারাগারে বন্দিদের ওপর চালানো ভয়াবহ নির্যাতনের কথা তাদের জানাস সিরীয় প্রশাসনের প্রতিনিধিরা।


এদিকে, শুক্রবার সিরিয়ার হোমস শহরে বাশার আল-আসাদের সমর্থনকারী যোদ্ধাদের ধরতে ও অস্ত্র উদ্ধারে অভিযান চালিয়েছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। সিরিয়ার ক্ষমতাসীন দল হায়াত তাহরির-আল শামের যোদ্ধাদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।


আল-শারার হায়াত তাহরির আল শামের (এইচটিএস) নেতৃত্বাধীন বিদ্রোহী বাহিনী গত ৮ ডিসেম্বর দামেস্ক দখল করে। আল-কায়েদার সঙ্গে অতীতে সম্পর্ক থাকায় যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ বেশিরভাগ পশ্চিমা দেশ এইচটিএসকে ‘সন্ত্রাসী’ হিসেবে দেখে আসছে।


তবে সিরিয়া জয়ের পর গোষ্ঠীটির সঙ্গে দ্রুতই কূটনৈতিক যোগাযোগ জোরদার করে পশ্চিমা দেশগুলো। তারই অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের দুই গুরুত্বপূর্ণ দেশ জার্মানি ও ফ্রান্সের শীর্ষ কূটনীতিকরা সিরিয়া সফর করছেন।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com