
পিরোজপুরের ইন্দুরকানীতে সিভিল সোসাইটি ও গণমাধ্যম কর্মীদের সাথে তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নে পিরোজপুর জেলার অবস্থান পর্যালোচনা শীর্ষক শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে।
৩১ ডিসেম্বর, বুধবার সকালে ইন্দুরকানী প্রেসক্লাব সভাকক্ষে রূপসী বাংলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইন্দুরকানী সরকারি কলেজের সহকারি অধ্যাপক মোঃ জাকারিয়া হোসেন।
শুরুতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও দোয়া অনুষ্ঠিত হয়। মূল আলোচনায় তামাক নিয়ন্ত্রণে পিরোজপুর জেলার অবস্থান তুলে ধরেন কর্মসূচি ব্যবস্থাপক মোঃ আলতাফ হোসেন। এ সময় তিনি জানান বাংলাদেশ তামাক বিরোধী জোট এবং ডব্লিউবিবি ট্রাস্ট এর সহায়তায় সমগ্র বাংলাদেশের ন্যায় পিরোজপুর জেলায় জরিপ কার্যক্রম পরিচালনা করা হয়। জরিপের তথ্য-উপাত্থ বিশ্লেষন করে একটি ডাটা কার্ড প্রস্তুত, পিরোজপুর জেলার অবস্থান নির্নয় এবং এ বিষয়ে করণীয় ও সুপারিশমালা সংক্ষিপ্ত আকারে তুলে ধরেন। এতে দেখা যায় পিরোজপুর জেলার স্কোর ৩০, যা অসন্তোষজনক বলে বিবেচিত।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ইন্দুরকানী এমইউ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হেলাল উদ্দীন গাজী, ইন্দুরকানী রিপোটার্স ইউনিটির সভাপতি শাহিদুল ইসলাম, আমার সংবাদ প্রতিনিধি কেএম শামীম রেজা, যায়যায় দিন প্রতিনিধি গাজী আবুল কালাম, বাংলাদেশ সমাচার প্রতিনিধি শফিকুল ইসলাম, দৈনিক জনবানী প্রতিনিধি আরিফুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি মোঃ অহিদুল হক, ইউপি সদস্য মাসুমা আক্তার, সোলায়মান হোসেন, মিজান হাওলাদার, রোজিনা বেগম প্রমুখ।
বিবার্তা/শামীম/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]